টাকা উপার্জন করতে মানুষ কত কিছুই না করেন। জীবনে সকলেরই কমবেশি লক্ষ্য থাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। লক্ষ্য থাকে উপার্জন করতে হবে কিছু টাকা। তবে আপনাকে যদি বলা হয় রিলস বানিয়েই এবার আপনি উপার্জন করতে পারবেন ১ লাখ টাকা, তাহলে কেমন হয়? হ্যাঁ শুনতে অবাক লাগলো এটাই সত্যি।
অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) রিলস (reels) বানাতে পছন্দ করেন। এখন যাকেই দেখা যায় সেই রিলস বানাচ্ছে। ছোট ছোট ভিডিও ক্লিপস বানিয়ে এখন মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পপুলার হয়ে যাচ্ছেন। কখনো কোন বাচ্চা খেলছে কেউ কোথাও ঘুরতে গিয়েছে বা মন্দিরে পুজো হচ্ছে সবই মুহূর্তে মুহূর্তে আপডেট এখন সোশ্যাল মিডিয়ায় রিলের মাধ্যমে পাওয়া যায়। মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।
অনেকেই আছেন এই রিলস বানিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলছেন। এসবের আগোই এবার এক রাজ্য সরকার সকলকে রিলস বানালেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এই উদ্যোগ নিয়েছে বিহার সরকার। সরকারের তরফে বলা হয়েছে রিলস বানালেই উক্ত ব্যক্তি পেয়ে যাবে কড়কড়ে এক লক্ষ টাকা। কিন্তু মেনে চলতে হবে কিছু শর্ত। কেমন ধরনের ভিডিও বানাতে হবে সেটা উল্লেখ করে দিয়েছে সরকার।
আপনি যদি বিহারের পর্যটন স্থান, ঐতিহ্যবাহী স্থান, খাবার, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত ভালো রিলস তৈরি করেন তবে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত পুরষ্কার পেতে পারেন। পর্যটন বিভাগ আয়োজিত রিল মেকিং প্রতিযোগিতা ২০২৩-এর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রথম পুরস্কারের মধ্যে রয়েছে ১ লক্ষ টাকা এবং একটি প্রশংসাপত্র। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন নগদ ২৫ হাজার টাকা এবং একটি প্রশংসাপত্র। সান্ত্বনা পুরস্কার হিসেবে ১০ জন প্রতিযোগীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
যে কোনও ভারতীয় নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন এবং অংশগ্রহণ ফি বিনামূল্যে। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। শুধুমাত্র উল্লিখিত তারিখগুলির মধ্যে এন্ট্রিগুলি বৈধ বলে বিবেচিত হবে, আপনি পর্যটন বিভাগের ওয়েবসাইটে গিয়ে https://tourism.bihar.gov.in/en/events/bihar-tourism-reel-making-contest আপনার রিলস তৈরি করে রেজিস্ট্রেশন করতে পারেন। যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তাদের নাম, জন্ম তারিখ, চিঠিপত্রের ঠিকানা, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।
এন্ট্রিগুলির সাথে একটি বৈধ আইডি প্রমাণ যেমন আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি জমা দেওয়া বাধ্যতামূলক। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ন্যূনতম বয়স ১২ বছর। অংশগ্রহণকারীরা একাধিক রিলস জমা দিতে পারবেন। বিভাগটি একাধিক এন্ট্রি সহ সেরা রিলস নির্বাচন করবে। যে কোনও বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
এই বিষয়ে পর্যটন বিভাগের জনসংযোগ কর্মকর্তা বলেন, রিলস ন্যূনতম ১০ মেগাবাইট (10 MB) ও সর্বোচ্চ ১০০ মেগাবাইটের (100 mb) সীমার মধ্যে থাকতে হবে। ভিডিওটি এইচডি স্ট্যান্ডার্ডে শ্যুট করতে হবে। রিলস / ভিডিও 10 সেকেন্ডের কম এবং ৬০ সেকেন্ডের বেশি হওয়া উচিত নয়। এন্ট্রি জমা দেওয়ার সময় অংশগ্রহণকারীদের ইংরেজি বা হিন্দিতে রিলস সম্পর্কে বিস্তারিত বিবরণ সহ একটি শিরোনাম সর্বাধিক ৫০ শব্দের মধ্যে দিতে হবে। এছাড়া কপিরাইট ফ্রি হতে হবে।