হায়দ্রাবাদে সকলের নজর কাড়ছে ছয় ফুট নয় ইঞ্চি উচ্চতার এক বোলার। বয়সে তরুণ এই বোলারকে দেখা গিয়েছে পাকিস্তানের (Pakistan national cricket team) অনুশীলনে। উচ্চতার কারণে খুব তাড়াতাড়ি নজর কেড়েছেন এই ক্রিকেটার। সবার মনে প্রশ্ন, কে এই ছেলেটা?
হারিস রউফ ও শাহিন আফ্রিদির স্পেল শেষ হওয়ার পর বোলিং কোচ মরনে মরকেল সহ পাকিস্তানের সাপোর্ট স্টাফরা নেট বোলারদের মধ্য থেকে দীর্ঘকায় এই বোলারকে বেছে নিয়েছিলেন। রউফ ও শাহিন সহ পাকিস্তানি বোলারদের জন্য ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করা জলভাতের মতো সহজ বিষয়। তাই এই তরুণ ফাস্ট বোলারকে তার গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে বলা হয়েছিল। ওপেনার ফখর জামান ছাড়া বাকি ব্যাটসম্যানদের বোলিং করেন তিনি। ছেলেটির বয়স যে বেশি না সেটা দেখে বোঝা গিয়েছে। ভবিষ্যতে বলের গতি বাড়াতে পারলে ক্রিকেটার হিসেবে নাম কামাতে পারেন তিনি।
অনূর্ধ্ব ১৯ ফাস্ট বোলার নিশান্ত সারনু বৃহস্পতিবার বিশ্বকাপের আগে পাকিস্তানের উদ্বোধনী নেট সেশনে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের দ্বিতীয় বর্ষে থাকা নিশান্ত হায়দ্রাবাদে পাকিস্তান দল পৌঁছানোর পরে তাদের অনুশীলন সেশনে অংশ হয়েছিলেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
অনুশীলনের পর নিশান্ত বলেছেন, “আমি বর্তমানে ঘণ্টায় ১২৫-১৩০ কিলোমিটার বেগে বোলিং করতে পারি। মরনে (মরকেল) স্যার আমাকে আমার গতি বাড়াতে বলেছিলেন। তিনি আরও জিজ্ঞাসা করেছিলেন যে আমি আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের নেটে বোলিং করার জন্য উপলব্ধ থাকব কিনা। ”
২০২৩ বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম।