দুটি ছবির মধ্যে রয়েছে তিনটি পার্থক্য! রইল ২৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখ রাখলেই এখন অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) রমরমা চোখে পড়বে। এই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাঁ শুধুমাত্র আপনার চোখের সঙ্গেই নয়, বরং আপনার মাথার সঙ্গেও খেলা খেলে। কিছু কিছু ধাঁধাঁ দেখলে মনে হবে এ তো খুব সহজেই সমাধান করা যাবে। আবার কিছু কিছু ধাঁধাঁ আপনার মাথা ঘুরিয়ে দেবে।

আজ এই প্রতিবেদনে পাঠকদের জন্য ঠিক তেমনই এক ধাঁধাঁ তুলে ধরা হল। আসলে এই প্রতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে দুটি ছবি তুলে ধরা হল। এই সমাধান আপনি যদি মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে সমাধান করতে ফেলেন তাহলে আপনার থেকে বড় জিনিয়াস কেউ নেই।

এই দুটি ছবি মিলিয়ে আপনাকে নতুনত্ব কিছু বের করতে হবে। তাও মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে অপটিক্যাল ইলিউশন জিনিসটি ঠিক কী? তাহলে আপনাদের জানিয়ে রাখি, অপটিক্যাল ইলিউশন, যা ভিজ্যুয়াল ইলিউশন নামেও পরিচিত। এটিকে এক ধরণের চোখের বিভ্রমও বলা চলে। কিছু কিছু অপটিক্যাল ইলিউশন আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, ধাঁধা কেবল মনকে বিভ্রান্ত করে না, আপনার মনকেও পরীক্ষা করে।

আপনাদের সামনে দুটি ছবি তুলে ধরা হল। দুটি ছবিতেই দেখা যাচ্ছে দুটো খড়গোশ একটি বাড়ির সামনে বসে আছে। তার কাছে অনেক গুলো কমলালেবু রয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে এ আর এমন কি চ্যালেঞ্জ? তাহলে দাঁড়ান, এই দুটি ছবির মধ্যেই আপনাকে কিছু পার্থক্য আজ খুঁজে বের করতে হবে। মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে তা আপনাকে খুঁজে বের করতে হবে।

আপনি কি পার্থক্য খুঁজে পেলেন? না পেয়ে থাকলেও চিন্তা করবেন না, ছবির মাধ্যমে আপনাকে উত্তর দেওয়া হল, দেখে নিন।

optical illusion bunny 2