এখানে একগাদা ‘হার্ট”-র মধ্যে রয়েছে একটি ভিন্ন ধরনের হার্ট! ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

অপটিক্যাল ইলিউশন (Optical illusion)…আপনার নজর কতটা তীক্ষ্ণ তা পরখ করতে পারেন এই অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে। অপটিক্যাল ইলিউশন এমনই এক জিনিস যা আমাদের চোখ ও মস্তিষ্ককে খুব সহজেই বোকা বানাতে পারে।

এগুলিকে ভিজ্যুয়াল ইলিউশনও বলা হয়। এই ধাঁধার মাধ্যমে প্রায়শই মানুষের সাধারণ বুদ্ধিমত্তা কতটা তা যাচাই করার জন্য পরীক্ষা করা হয়। এই অপটিক্যাল ইলিউশন এক ধরনের ধাঁধা যা অনেকেই সমাধান করতে ভালোবাসেন আবার অনেকেই আছেন যারা এসব জিনিস থেকে দূরে থাকতেই ভালোবাসেন।

অপটিক্যাল ইলিউশন বিভিন্ন ধরনের হতে পারে। আজ আপনাদের সামনে একটি ছবি তুলে ধরা হবে, যা সাধারণ চোখে দেখলে আপনি হয়তো ভাববেন কোনও তফাৎ নেই। কিন্তু তফাৎ থাকবে অবশ্যই। আর সেটাই আপনাকে আজ বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। তাহলে আপনিই হবেন জিনিয়াস। এই ছবিতে আপনি অনেকগুলি ‘হার্ট শেপ’ দেখতে পারবেন। কিন্তু অসংখ্য হার্ট-এর মধ্যে থেকে একটি হার্ট এমন আছে যা অন্য ধরনের। আর আপনাকে সেটাই মাত্র ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) হামেশাই অপটিক্যাল ইলিউশনের কিছু ছবি ভাইরাল হতে দেখা যায়। অনেকেই আছেন যারা অতি উৎসাহের সঙ্গে এই ধাঁধাঁর সমাধান বের করতে চেষ্টা করেন, আবার অনেকেই আছেন যারা ধাঁধাঁ দেখলেই দূরে সরে যান। তাহলে আপনি কি তৈরি ধাঁধার সমাধান করার জন্য? তাহলে আপনার সময় শুরু হল এখন। খুঁজে পেলেন কি? যদি খুঁজে পেয়ে যান তাহলে আপনিই জিনিয়াস। আর যদি খুঁজে নাও পেয়ে থাকেন, তাহলেও চিন্তা নেই। আপনার জন্য উত্তর দেওয়া থাকল নীচে।

opticalll