কলকাতার কাছেই এই নতুন সমুদ্রতট ভুলিয়ে দেবে দিঘা-পুরীকে! মাত্র ২ হাজার টাকায় আসতে পারবেন ঘুরে

সামনেই পুজো, আর ছুটি পেলেই ঘুরে বেড়ানোর বাতিক রয়েছে বাঙালিদের মধ্যে। সবসময়ই উড়ু উড়ু স্বভাবের বাঙালি সামান্য ছুটি পেয়েছে কি ব্যাকপ্যাক করে ঘুরতে বেড়িয়ে পড়ে। কিন্তু পুজো সামনে আবার তারপর মুদ্রাস্ফীতি একটু বাড়ায় পকেটের অবস্থা হয়েছে গড়ের মাঠ। তাহলে কি এই বছর আর ঘুরতে যাওয়া যাবেনা?

উঁহু, একদমই ভুল ভাবছেন। বরং বারবার দিঘা, পুরীর একঘেয়েমি কাটাতে আজ এমন এক জায়গা বলবো যা নিজের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য মন জয় করেছে বটে, সেইসাথে পকেটেও বিরাট টান পড়বে না। আর যদি ভাবছেন এ কোন দূরদেশের কথা বলছি? তাহলে বলবো এবারেও ভুল ভাবছেন। কলকাতা থেকে একদম ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে এই নতুন সমুদ্রতট। লোকেদের কাছে খুব বেশী পরিচিত না হওয়ায় মানুষের আনাগোনাও কম।

ভ্রমণপ্রিয় বাঙালির কাছে টাকার অংক কবেই বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি কম খরচেই ঘুরে আসা যায় তাহলে দারুণ হয় তাই না ? তারপর আবার যদি মানুষের ভিড় কম থাকে, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। কিন্তু কোথায় রয়েছে সেই সৌন্দর্য্যে মোড়া রহস্যপুরী আর কীভাবে যাবেন তাই ভাবছেন তো? চলুন সেটাই জানাচ্ছি আপনাদের।

কীভাবে যাবেন : প্রথমেই আপনাকে কন্টাই যাওয়ার বাস ধরতে হবে। এরপর কন্টাইতে নেমে টোটো ধরে বগুরান জলপাই পৌঁছাতে আরো ১৫ থেকে ২০ মিনিট লাগবে। অবশ্য ট্রেনে করে কাঁথি থেকেও বগুরান যাওয়া যায়। সেখানে পৌঁছলেই আপনার মন কোনো এক অজানা দেশে হারিয়ে যাবে। শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর বিচের মধ্যে হারিয়ে যেতে পারেন আপনি। দীঘার মত সমুদ্র এখানে মাতাল নয়, তাই সাদা ঢেউ, ঝড়ো হাওয়া, ঝাউবনের মধ্যে মিশে এক স্বর্গীয় অনুভুতির সম্মুখীন হবেন আপনারা।

কাছেই রয়েছে জুনপুট আর বাঁকিপুট। তাই সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আরো ভালো লাগবে সামনেই থাকা দরিয়াপুর লাইট হাউসকে। শুধু তাই না, মনে পড়ে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে বর্ণিত সমুদ্রতীরে অবস্থিত সেই মন্দিরের কথা, সেগুলো ঠিক এখানেই রয়েছে। ওগুলোকেও দেখে আসতে পারেন। সাক্ষাৎ সাহিত্যদর্শন হয়ে যাবে আপনাদের।

baguran jalpai weekend destination from kolkata

তবে এখানে সেরকম কোনো জায়গা নেই সাইটসিন করার। কিন্তু শহরের কোলাহল থেকে বাঁচতে এবং কম বাজেটে ঘুরে আসার জুড়ি নেই এ জায়গার। এককথায় আপনার উইকেন্ড যে একদম পারফেক্ট হবে সেই নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। কিন্তু মাথায় রাখবেন বগুরান জলপাইতে থাকার জন্য রয়েছে একটিমাত্র জায়গা আর তা হলো সাগর নিরালা রিসর্ট। নিজের পছন্দমত ঘর বা কটেজ পেয়ে যাবেন আপনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button