ভারতেই রয়েছে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন! খড়গপুর বা গোরক্ষপুর নয়, তবে নাম জানলে চমকে যাবেন

ভারতীয় রেল (Indian Railways) আজ সারাবিশ্বেই এক বিখ্যাত নাম। সারাদেশের যেকোন প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে রেলের। ভারতে (India) রেল ব্যবস্থা যেমন বিখ্যাত, তেমনই বিভিন্ন রেকর্ড রয়েছে রেলের কাছে। এক কালে খড়গপুর (Kharagpur) স্টেশন ভারত তথা বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম হিসেবে সমাদৃত হয়েছে। কিন্তু আজ সেই তকমা নেই তাদের কাছে।
মোট ১০৭২ মিটার লম্বা খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম। পরে অবশ্য সেই গরিমা হারায় রেল। উত্তরপ্রদেশের গোরক্ষপুর স্টেশনের প্ল্যাটফর্ম খড়গপুরের চেয়েও লম্বা হয়। সেখানে রয়েছে ১৩৬৬ মিটার লম্বা প্ল্যাটফর্ম। খড়গপুরকে হারালেও সেই গরিমা বেশীদিন টিকল না। কারণ গোরক্ষপুর স্টেশনের প্ল্যাটফর্মকেও পিছনে ফেলে দিল ভারতেরই আর একটি স্টেশন।
বর্তমানে কর্ণাটকের হুবলি জংশন বিশ্বের সবচেয়ে লম্বা রেলস্টেশনের প্ল্যাটফর্মের তকমা পেয়েছে। হুবলি স্টেশনটির প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য ১৫০৫ মিটার। আর তাই গোরক্ষপুরকে হারিয়ে সেই স্থানে উঠে এসেছে এই নয়া স্টেশন। কিন্তু ঠিক কত নাম্বার পজিশনে রয়েছে খড়গপুর স্টেশন।
জানলে অবাক হবেন যে, শুধু তালিকার প্রথম নামই নয়, সবচেয়ে লম্বা প্ল্যাটফর্মের তালিকায় শুরুর প্রায় সমস্ত নামই ভারতীয় স্টেশনগুলোর। তালিকায় প্রথম নাম তো বললাম হুবলি স্টেশনের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে গোরক্ষপুর স্টেশন, তৃতীয় স্থানেও রয়েছে ভারতেরই একটি স্টেশন। কেরালার কোল্লাম জংশনের প্ল্যাটফর্ম লম্বায় ১১৮০.৫ মিটার।
তাহলে খড়গপুর কত নাম্বারে রয়েছে ? খড়গপুর বর্তমানে দেশের চতুর্থ দীর্ঘতম রেলস্টেশন।