মাথায় বাজ! পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নামার আগে দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ার

আগামীকাল এশিয়া কাপে (Asia Cup) হতে চলেছে হাইভোল্টেজ ম্যাচ। ১০ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া (India national cricket team)। আর সুপার-৪ এর এই ম্যাচ ঘিরে শুধু দুই দেশের মধ্যেই নয়, গোটা ক্রিকেট বিশ্বেই উন্মাদনার পারদ চড়ছে। ইতিমধ্যে এই ম্যাচ নিয়ে নানান সমীকরণ সামনে এসেছে। বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রিজার্ভ ডে’তে কী হবে? কোনও দল হেরে গেলে ফাইনালে যেতে কী করতে হবে … এই নিয়েই চলছে নানান হিসেব নিকেশ।

এরই মধ্যে ভারতীয় দলে মারাত্মক পেস বোলার জাসপ্রীত বুমরাহ যোগ দিয়ে যেমন রোহিত শর্মাদের শক্তি বাড়িয়েছে। তেমনই, বাবরদের বুকে ধুকপুকানিও শুরু হয়েছে। কারণ পাকিস্তান জানে যে, বুমরাহ নিজের বোলিং দিয়ে তাদের অর্ধেক টিম শেষ করার ক্ষমতা রাখে এবং যেকোনো মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিতে পারে।

তবে, এরই মধ্যে টিম ইন্ডিয়ার এক প্লেয়ারের জন্য খারাপ খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে, দলে প্রয়োজন না থাকায় তাঁকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বলে দিই, পাকিস্তানের বিরুদ্ধে সুপার-৪ এর ম্যাচের আগে দলে যোগ দিয়েছে কেএল রাহুলও। আর এই কারণে সেই প্লেয়ারকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।

rohit team india

বলে দিই, সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। কেএল রাহুল ও বুমরাহ দলে যোগ দেওয়ায় রিজার্ভে থাকা সঞ্জুর আর প্রয়োজন নেই বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সুপার-৪ এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই সঞ্জুকে দেশে ফেরানো হবে বলে জানা যাচ্ছে। নির্বাচকদের এমন সিদ্ধান্তে মাথায় বাজ পড়েছে সঞ্জু স্যামসনের।