রতন টাটার গার্লফ্রেন্ড ছিলেন ইনি, এর রূপের সামনে ফেল দীপিকা-ক্যাটরিনা! চেনেন এনাকে?

সারাদেশে হয়তো এমন কেওই নেই যিনি রতন টাটাকে (Ratan Tata) চেনেন না। টাটা গ্রুপকে (Tata Group) অন্য মাত্রা এনে দিয়েছেন তিনি। আজ কোথায় নেই টাটারা! দেশের প্রতিটি সেক্টরেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তারা। বিমান পরিষেবা থেকে শুরু করে রান্না ঘরে ব্যবহৃত সামগ্রী, রাস্তা নির্মাণ থেকে সমুদ্রে যাতায়াত, গাড়ি থেকে যন্ত্রাংশ এমনকি সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম, সমস্ত ক্ষেত্রেই টাটাদের বিরাট উপস্থিতি রয়েছে।
আবার সামাজিক কাজকর্মেও টাটাদের জুড়ি মেলা ভার। টাটা গ্রুপকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন রতন টাটা। দেশ বিদেশের অনেক মানুষই তাকে চেনেন, কেও কেও তাকে নিজের জীবনের আদর্শরূপে পুজো করেন। কিন্তু তার ভাই, জিমি টাটাকে চেনেন কি আপনি? রতন টাটা অতি বিখ্যাত এক ব্যক্তি হলেও অন্ধকারে রয়ে গিয়েছেন তার ভাই জিমি টাটা।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় একটা মুখ খোলেন না রতন টাটা। তিনি নিজে বিখ্যাত হলেও দেশের খুব কম লোকই তার পরিবারের কথা জানেন। কিন্ত আজ আমরা এমন একজনের সম্বন্ধে জানাবো যিনি রতন টাটার সাথে ডেট করেছেন। নীচের ছবিতে আপনি একটি খুব সুন্দর মেয়েকে দেখতে পাচ্ছেন। তার পরনে রয়েছে একটি সাদা ফ্রক। এটি খুবই শৈশবকালের ছবি, কিন্তু আপনি কী চিহ্নিত করতে পেরেছেন?
চিনতে না পারলে জানিয়ে দিই যে, এই মহিলার নাম সিমি গ্রেওয়াল। তিনি এক সময়ের বিখ্যাত অভিনেত্রী। সিমি গ্রেওয়াল একবার রতন টাটার সঙ্গে ডেটও করেছিলেন। দুজনেই অনেক বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে ছিলেন। বিয়ে করতেও চেয়েছিলেন তারা, কিন্তু কোনো এক কারণে সেটা আর হয়ে ওঠেনি।
উল্লেখ্য, সিমি গ্রেওয়াল প্রথম বিয়ে করেছিলেন রবি মোহনকে। দীর্ঘ সম্পর্কের পরই দুজনে বিয়ে করেন। কয়েক বছরের মধ্যেই ভেঙে যায় তাদের সম্পর্ক। শুধু তাই না, বিয়ের আগে ১৭ বছর বয়সে জামনগরের মহারাজার সঙ্গে ডেটও করেছিলেন সিমি গ্রেওয়াল। বর্তমানে সিঙ্গলই রয়েছেন অভিনেত্রী।