সিরিয়াল প্রেমীদের জন্য চরম দুঃসংবাদ। বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বাংলা টিভি সিরিয়ালের এক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক। যারপর থেকে মুষড়ে পড়েছেন অভিনেতার অনুরাগী থেকে শুরু করে সিরিয়াল প্রেমীরা। সম্প্রতি এক অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘নিম ফুলের মধু’-র রুবেল দাস। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে ভেঙেছে পর্দার সৃজনের পা। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। বাড়িতে থেকেই করছেন শুটিং-এর দৃশ্য। এরই মাঝে আরও এক অভিনেতা বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন। তড়িঘড়ি নিয়ে যেতে হল হাসপাতালে।
আপনিও নিশ্চয়ই ভাবছেন তাহলে কোন অভিনেতা দুর্ঘটনার কবলে পড়েছেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এবার বড় দুর্ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেতা হানি বাফনার সঙ্গে। জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’র জনপ্রিয়তায় খ্যাতি অর্জন করা জনপ্রিয় অভিনেতা হানি বাফনা গুরুতর আহত হয়েছেন।
তার হাতে গভীর ক্ষত রয়েছে এবং রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সম্প্রতি। সূত্রের খবর, ক্ষতটি এতটাই গভীর ছিল যে ২০টি সেলাই পড়েছে। যদিও কোনও শুটিং ফ্লোরে নয়, অভিনেতা আহত হয়েছেন নিজের বাড়িতেই। অভিনেতা হানি বাফনাকে ‘শ্যামা’ সিরিয়ালে দেখা যাবে, তবে তার আগেই এরকম ঘটনা। কীভাবে ঘটল এই ঘটনা? এই প্রসঙ্গে হানি জানান, গত মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিনেতা জানান, ‘চেয়ারে উঠে একটি জিনিস নামাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যাই। এদিকে পাশেই কাঁচের টেবিল ছিল। সেখানে গিয়ে পড়ে আমার হাত। সঙ্গে সঙ্গে কেটে যায়। কুড়িটা সেলাই পড়েছে। হাত তুলতে পারছি না।‘
চিকিৎসকরা হানিকে অভ্যন্তরীণ আঘাতের কারণে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে যাত্রা শুরু করা হানির নতুন প্রজেক্টের নাম হল ‘শ্যামা’। যদিও গভীর আঘাত ও প্রচণ্ড ব্যথার কারণে শুটিংয়ে এখনই যেতে পারছেন না। অস্ত্রোপচারের পর তাকে বিশ্রাম নিতে এবং শুটিং পুনরায় শুরু করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।