করুণ পরিণতি! রহস্যজনক মৃত্যু ১৬ বছরের মেয়ের, দক্ষিণী অভিনেতা বিজয়ের বাড়িতে হাহাকার

আবারো একবার বিনোদন দুনিয়ায় নেমে এলো গভীর শোকের ছায়া। সন্তানহারা হলেন এক জনপ্রিয় অভিনেতা। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আপত্তিকর অবস্থায় এক অভিনেতার কন্যা সন্তানের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুকালে মেয়েটির বয়স হয়েছিল মাত্র ১৬ বছর। অভিনেতার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায়। যারা দক্ষিণ ভারতের সিনেমা দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই বিজয় অ্যান্টনিকে (Vijay Antony) চিনবেন। তিনি অভিনেতার পাশাপাশি একজন মিউজিক কাম্পোজারও। জানা গিয়েছে, এই বিজয় অ্যান্টনিরই ১৬ বছর বয়সী মেয়ে মীরা প্রয়াত হয়েছে। সে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। এদিকে বিজয় অ্যান্টনি কন্যা মীরার মৃত্যুর খবর পুরো ইন্ডাস্ট্রিকে হতবাক করে দিয়েছে।

সূত্রের খবর, পরিবারের সদস্যরা মীরাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ত। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত করতে শুরু করে দিয়েছে। আত্মহত্যা না অন্য কিছু তা খুঁজে বের করতে পুলিশ ময়দানে নেমে পড়েছে বলে খবর।

vijay antony

এদিকে তামিল অভিনেতা ও সুরকার বিজয় অ্যান্টনির মেয়ের মর্মান্তিক মৃত্যু পরিবার এবং পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে হতবাক করেছে। সবাই বিজয় ও তার পরিবারের জন্য প্রার্থনা করছেন। প্রসঙ্গত, অভিনেতা প্রায়ই তাঁর সাক্ষাৎকারে তাঁর মেয়েকে নিয়ে কথা বলতেন। বিজয় অ্যান্টনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একটি বিখ্যাত নাম, তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন, তারপরে তিনি সংগীত রচনায় হাত পাকান এবং সাফল্য পেয়েছিলেন। তামিল ছবি ‘নান’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিজয়। অভিনেতা ২০০৬ সালে বিজয় অ্যান্টনির ফাতিমাকে বিয়ে করেছিলেন, এরপর অভিনেতার দুই মেয়ে জন্মগ্রহণ করে। এক মীরা অন্যজন হল লারা।