এক চার্জে চলবে ৩০০ কিমি! ভারতে আসছে Tata Nano-র থেকে ছোট ও সস্তার ইলেকট্রিক গাড়ি

বর্তমান সময়ে বাজারে কম্প্যাক্ট সাইজের গাড়ির জনপ্রিয়তা বেশ বেড়েছে। আর তার প্রভাব পড়ছে ইলেক্ট্রিক গাড়ির (Electric Vehicle) মার্কেটেও। এতদিন ভারতীয় বাজারে টাটা ন্যানোর (Tata Nano) কামব্যাক করার খবরে ছোট গাড়ির মার্কেট বেশ চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু এবার MG Motor তাদের সবচেয়ে ছোট আকারের গাড়ি লঞ্চ করে বেশ হতবাক করে দিয়েছে সবাইকে।
সংস্থাটি তাদের গাড়ির নাম রেখেছে বিখ্যাত এবং আইকনিক ব্রিটিশ এয়ারপ্লেন কমেটের নামে। গাড়িটিকে ইলেক্ট্রিক ভার্সনে লঞ্চ করছে MG Motor। মাত্র ২.৯ মিটার লম্বা এই গাড়িটি। এর থেকে ন্যানো এবং অল্টো দুই আকার আকৃতিতে বেশ বড় হবে গাড়িটির থেকে।
কী কী ফিচার্স থাকছে : এখানে রয়েছে ইলেকট্রিক কুলিং, এছাড়া ২৬.৭ Kwh এর ব্যাটারি প্যাক এবং ১৭.৩ Kwh এর দুই প্রকার ব্যাটারি প্যাক রয়েছে। ব্যাটারী প্যাক অনুযায়ী ৩০০ এবং ২০০ কিমির রেঞ্জ দেয় গাড়িটি।
এছাড়া রয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, কানেক্টেড কার প্রযুক্তি এবং অটো এসি। যাত্রী সুরক্ষার জন্য রয়েছে একাধিক এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
কত দাম গাড়িটির : বাজারে এখনো লঞ্চ হয়নি, তাই দাম বলা সম্ভব নয়। কিন্তু দাম আনুমানিক ৯ লক্ষ টাকার মধ্যেই থাকতে পারে। বর্তমানে ভারতের সবথেকে সস্তায় গাড়ি টাটা টিয়াগো ইভি। সেটির দাম রয়েছে ৮.৬৯ লক্ষ টাকা।