দারা সিং-র পাশে দাঁড়ানো এই বাচ্চাটি আজকের সুপারস্টার, শ্বশুর বলিউডের সেরা নায়ক! চিনলেন?

ছবিতে দারা সিং (Dara Singh) এর পাশের ওই ছোট্ট কিউট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন? আজ সে বলিউডের বড় তারকা। শুধু বড় তারকাই নয়, আজ একজন খুব বড় সুপারষ্টারও হয়ে উঠেছেন তিনি। বলিউড তো বটেই, সারা বিশ্বেই তিনি আজ সুপরিচিত। তার লাখো অনুরাগী আজ তাকে খিলাড়ি বলে ডাকে। চিনতে পারলেন? তাও চিনতে পারছেন না ? চলুন আপনাদের জানাচ্ছি কে তিনি।

বলিউডের সবরকম ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অ্যাকশন ছবি হোক বা রোম্যান্টিক, সমস্ত ছবিতেই সাবলীল তিনি। একই সাথে অভিনয় করেছেন মাধুরী, রবিনা এবং শিল্পা সহ ৮০ এর দশকের বিভিন্ন বিখ্যাত লাবণ্যময়ী সুন্দরীদের সাথে। এই ক্ষুদে শিশুটিই বিখ্যাত এক প্রয়াত বলিউড সুপারস্টারের জামাই। তার স্ত্রীও একজন বেশ জনপ্রিয় অভিনেত্রী, যদিও এখন অভিনয় করেন না আর।

চিনতে পারলেন না তো? তাহলে বলেই দিচ্ছি। রাজেশ খান্নার জামাই তিনি। আর তার মেয়ে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেছেন। এবার ঠিক চিনতে পেরেছেন নিশ্চয়ই। আজ বলিউড জুড়ে তিনি একচ্ছত্র রাজ করে যাচ্ছেন। যেখানে অন্যান্য তারকাদের একটা ছবি মুক্তি পেতে দেরি হচ্ছে সেখানে অক্ষয় এর পরপর ৩-৪ টা মুভি রিলিজ হচ্ছে।

ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। যেখানে অন্যান্য অভিনেতাদের স্টারডমে ভাটার টান পড়েছে সেখানে অক্ষয়ের স্টারডম বেড়েই চলেছে। সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করেছেন তিনি। কখনো তাকে দেখা গেছে অ্যাকশন ছবিতে অভিনয় করতে, তো কখনো তিনি রোমান্টিক ছবিতে অভিনয় করে তার রমণী ভক্তদের মন জয় করে নিয়েছেন।

r1ijljto akshay 625x300 30 august 22

আবার একই সময়ে কমেডি করে ভক্তদের হাসাতেও তার জুড়ি নেই। অক্ষয়ের মত অভিনেতা বলিউডে খুব কমই রয়েছেন। এই বছর তার একের পর এক ছবি মুক্তি পেয়েছে, প্রথমে বচ্চন পান্ডে এরপর অক্ষয় কুমারকে দেখা গেছে সম্রাট পৃথ্বীরাজ ছবিতে। আর তার শেষ মুক্তি পাওয়া ছবি হলো রক্ষাবন্ধন। আসন্ন সময়ে রামসেতু নামেও একটি সিনেমা বানাতে চলেছেন তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button