যে কোনও ধাঁধা আপনার চিন্তাশক্তিকে আরও বেশি করে বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, সময় কাটানোর জন্য এই ব্রেইন টিজার (Brain Teaser) বাঁ মস্তিষ্কের ধাঁধার সমাধানের থেকে ভালো কিছু হতেই পারে না। অনেকেই আছেন যারা ধাঁধার সমাধান করতে খুবই ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা এই ধাঁধা দেখলে পালিয়ে যান। আপনি কোন ক্যাটেগরির মধ্যে পড়েন?
আকচার সিনেমা, সিরিয়ালে তো আপনি নিশ্চয়ই দেখে থাকবেন একজন ছেলেকে নিয়ে দুজন মহিলা টানাটানি করছে। এবার এই একই জিনিস উঠে এল কিন্তু ধাঁধাতেও। আজ এই প্রতিবেদনে ব্রেইন টিজারের একটি ছবি আপনাদের সামনে তুলে ধরা হবে। যেখানে একজন লোককে নিয়ে টানাটানি করছেন দুজন মহিলা।
ওই ব্যক্তি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এবং তাকে ঘিরে দু’জন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। কয়েকদিন আগে ওই ব্যক্তি একটি দুর্ঘটনার শিকার হন, যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে দুর্ঘটনার কারণে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি এবং তার স্ত্রী সহ তার পরিচিত লোকদের হারিয়ে ফেলেন। ওই দুই মহিলাই বলছেন ওই ব্যক্তি তাঁদের স্বামী।
কিন্তু আপনাকেই বুদ্ধি খাটিয়ে বের করতে হবে কোমায় থাকা ওই ব্যক্তি আসল স্ত্রী কোনটি। আপনি যদি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ধাঁধার সমাধান খুঁজে বের করতে পারেন তাহলে আপনার থেকে বড় জিনিয়াস কেউ নেই। তাহলে আসুন খেলা শুরু করা যাক। আপনার হাতে কিন্তু মাত্র ৬ সেকেন্ড আছে, এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু ওই ব্যক্তির আসল স্ত্রীকে খুঁজে বের করতে হবে।
আপনি কি খুঁজে পেলেন আসল স্ত্রীকে? যদি উত্তর না হয় তাহলে একটু স্ক্রল করুন, তাহলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।