পেট্রল-ডিজেল নয়, ৯ বছর ধরে রান্নার তেলে গাড়ি চালাচ্ছেন এই যুবক! খরচ জেনে আকাশ থেকে পড়বেন

জ্বালানি কিনতে গিয়ে একপ্রকার নাভিশ্বাস উঠছে সাধারণ দেশবাসীর। যে হারে দেশে পেট্রোল (Petrol) ও ডিজলের (Diesel Fuel) দাম উর্ধ্বমুখী রয়েছে সেখানে অনেকেই এখন সাইকেল কেনার দিকে ঝুঁকছেন। এদিকে এহেন অবস্থায় এক অভিনব কাণ্ড করে শিরোনামে উঠে এলেন বেঙ্গালুরুর যুবক। আপনি জানলে অবাক হবেন, ওই যুবক টানা ৯ বছর ধরে রান্নার তেলের (Cooking Oil) মাধ্যমে গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই ধ্রুব সত্যি কথা।

জানা যায়, অবিনাশ নারায়ণস্বামী হোটেল থেকে ব্যবহৃত রান্নার তেল কিনে এনে বাড়িতেই জৈব জ্বালানি উৎপাদন করেন। এরপর সেই তেল নিজের গাড়িতে ভরে চালান। আর এই কাজ তিনি বিগত প্রায় ৯ বছর ধরে করে আসছেন। অবিনাশের এই কাজ সকলেরই একপ্রকার নজর কেড়েছে।

অনেকেই হয়তো জানেন না যে রান্নার তেল ৬ থেকে ৭ পর্যায়ে প্রক্রিয়াজাত করা হয় এবং ১ লিটার রান্নার তেল থেকে প্রায় ৭০০ থেকে ৮০০ মিলি জৈব জ্বালানী পাওয়া যায়। জৈব জ্বালানির আনুমানিক খরচ পড়ে লিটার প্রতি ৬০-৬৫ টাকা। উল্লেখযোগ্যভাবে, জ্বালানি কেবল বাজেট-বান্ধব নয়, ডিজেল / পেট্রল চালিত গাড়ির তুলনায় এটির নির্গমনের মাত্রা কম।

অবিনাশ ২০১৩ সাল থেকে তার গাড়ি চালানোর জন্য জ্বালানী ব্যবহার করছেন এবং এখনও পর্যন্ত গাড়িটিতে কোনও প্রযুক্তিগত সমস্যা হয়নি। জ্বালানি প্রতি লিটারে ১৫-১৭ মাইলেজ দেয়। গাড়িটি এখন পর্যন্ত প্রায় ১.২০ লক্ষ কিলোমিটার ছুটেছে বলে জানিয়েছেন স্বয়ং অবিনাশ।

অবিনাশ জানান, ‘কিছুই অপচয় হয় না। জৈব জ্বালানি তৈরির সময় যে বর্জ্য উৎপন্ন হয় তা হ্যান্ডওয়াশ এবং ফ্লোর ক্লিনারের মতো অন্যান্য দরকারী পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।‘