২২ সেপ্টেম্বর বন্ধ হবে এই ব্যাঙ্ক, তুলতে পারবেন না কোনও টাকা! কড়া নির্দেশিকা জারি করল RBI

এবার এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। কেন্দ্রীয় ব্যাংকের তরফে নির্দেশ জারি করা হয়েছে একটি ব্যাংককে বন্ধ করার। রিজার্ভ ব্যাংক মাঝেমধ্যেই নির্দেশিকা জারি করে বিভিন্ন ব্যাংকের জন্য। কিন্তু এবার নয়া নির্দেশিকায় পুরো একটি ব্যাংককেই বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে তারা।

এবার এক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে RBI। এর আগেও একাধিক সমবায় এবং স্মল ফাইন্যান্স ব্যাংক বন্ধ করার নির্দেশ দিয়েছিল তারা। এবার চলতি মাসের ২২ তারিখ, অর্থাৎ আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই ব্যাংক বন্ধ করার নয়া নির্দেশিকা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করছে RBI : এবার রিজার্ভ ব্যাংক পুনেতে অবস্থিত এক কো অপারেটিভ ব্যাংক বন্ধ করার নির্দেশ জারি করেছে। প্রসঙ্গত গত আগস্ট মাসে রুপি কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের লাইসেন্স বাতিল করার কথা জানায় রিজার্ভ ব্যাংক, আগামী ২২ সেপ্টেম্বর সেটি বন্ধ করে দিতে চলেছে তারা।

কিন্তু কেন বাতিল হলো লাইসেন্স : RBI এর সূত্রে জানা গিয়েছে যে, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের কাছে পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের আর কোনো সম্ভাবনাই নেই। সেই কারণেই এবার সংশ্লিষ্ট ব্যাংকটির লাইসেন্স বাতিল করছে RBI।

গ্রাহকদের ওপর কি প্রভাব পড়বে : জানা যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বরই বন্ধ হয়ে যাবে ওই ব্যাংক। এর মধ্যেই সমস্ত জমা টাকা বা লেনদেন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে গ্রাহকরা আর কোনো লেনদেন করতে পারবেন না।

rbi 1fa

আমানতকারীরা পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা : দেশের কেন্দ্রীয় ব্যাংকের ১৯৪৯ সালের ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী ১১(১) এবং ধারা ২২(৩)(ডি) এর পাশাপাশি ১৯৪৯-এর ধারা ৫৬-এর বিধানগুলি মেনে চলে না। এছাড়া ব্যাংকটি ২২(৩)(এ), ২২(৩)(বি), ২২(৩)(সি), ২২(৩)(ডি) এবং ২২(৩)(ই) মেনে চলতে ব্যর্থ হওয়ায় ১৯৬১-এর বিধান অনুযায়ী আমানতকারীরা প্রত্যেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চিত বীমা দাবি করার অধিকারী হবেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button