এই ট্রেনগুলো পেল অতিরিক্ত স্টপেজ! পুজোর আগে হাওড়া-শিয়ালদহ লাইনের যাত্রীদের বড় উপহার রেলের

যত সময় এগোচ্ছে ততই অ্যাডভান্স হচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। দেশের প্রথম হাই স্পিড ট্রেন (High-speed rail) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলাচল করছে। আর কিছুদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে বন্দে ভারত স্লিপার ট্রেন অবধি চলবে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয় ভারতে হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। সেই সঙ্গে বুলেট ট্রেন চালানোরও প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এসবের মাঝেই রেল যাত্রীদের জন্য দারুণ সুখবর দিল ভারতীয় রেল। আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন তাহলে খুশিতে লাফাবেন আপনিও।

এবার কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন একাধিক স্টেশনে থামবে বলে জানা গিয়েছে। যে কারণে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। এই স্টপেজগুলির দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে মানুষের কথা চিন্তা করে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে, সব মিলিয়ে ৭টি ট্রেনের স্টপেজ বেড়েছে বাংলায়।

কোন কোন স্টেশনে কোন কোন দূরপাল্লার ট্রেনগুলি থামবে তার তালিকা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই তালিকা অনুযায়ী, এবার থেকে ট্রেন নম্বর ১২৮২৭-১২৮২৮ হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়ার ঝান্টিপাহাড়ি স্টেশনে থামবে।

howrah njp train

অন্যদিকে ট্রেন নম্বর ১৮৬১৬ হাতিয়া-হাওড়া ক্রিয়াযোগ এক্সপ্রেস পুরুলিয়ার সুইসা স্টেশনে থামবে। এমনকি ট্রেন নম্বর ১৩১৪৭ শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস মালদা জেলার কুমেদপুর স্টেশনে থামবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১২০২১-১২০২২ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ঝাড়গ্রামে থামবে। আপনিও যদি উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা হন তাহলে আপনার জন্য দারুণ সুখবর শুনিয়েছে ভারতীয় রেল। কারণ এবার থেকে ট্রেন নম্বর ১৩১৪১ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস উত্তর দিনাজপুরের ডালখোলার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে। এরই সঙ্গে ১৫০৪৭ কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস পশ্চিমবর্ধমান জেলার পানাগড়ে থামবে। ট্রেন নম্বর ১৩৩১৯-২০ দুমকা রাঁচি এক্সপ্রেস পুরুলিয়া জেলার পুন্দাগ স্টেশনে থামবে।