এশিয়া কাপ (Asia Cup) শেষ হতেই এখন সবাই বিশ্বকাপের (Cricket World Cup) জন্য প্রমাদ গুনছেন। ৫ই অক্টোবর থেকে ভারতের (India) মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপের প্রথম ম্যাচ আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা হবে। টিম ইন্ডিয়ার (India national cricket team) প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হবে। তবে তাঁর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া।
২২ সেপ্টেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। ২৭ সেপ্টেম্বর শেষ। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। এরপর সরাসরি বিশ্বকাপে খেলতে নামতে হবে রোহিতদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দলও ঘোষণা করেছেন বিসিসিআই। প্রথম দুই ম্যাচের জন্য আলাদা দল, শেষ ম্যাচের জন্য আলাদা দল। প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে ফেরানো হয়েছে।
তবে, এরই মধ্যে আরও এক হুলস্থূল কাণ্ড ঘটেছে। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার এক প্লেয়ারকে ব্যান করা হয়েছে। তবে, চিন্তার কোনও কারণ নেই, ওই প্লেয়ার বিশ্বকাপের দলের সঙ্গে যুক্ত নন। এমনকি তাঁকে মাত্র এক ম্যাচের জন্যই ব্যান করা হয়েছে। জানা গিয়েছে যে, ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) অভব্য আচরণের কারণে ব্রিটিশ ক্রিকেট বোর্ড এক ম্যাচের জন্য ব্যান করেছে।
পূজারা বর্তমানে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়কত্ব সামলাচ্ছে। আর তাঁর দলের দুই প্লেয়ারের খেলা বিরোধী আচরণের কারণে তাঁর উপর শাস্তির খাঁড়া পড়েছে। পূজারা কোনও নিয়ম না লঙ্ঘন করলেও, তাঁর দলের দুই প্লেয়ারের আচরণের কারণেই তাঁকে ব্যান করা হয়েছে।