আগস্ট মাস শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এদিকে হয়তো অনেকেই জানেন না যে আগস্ট মাসে অনেক ব্যাঙ্ক (Bank) তাদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে সুদের হার বাড়িয়েছে। আপনিও কি এফডি করার প্ল্যান করছেন? তাহলে একটু ধৈর্য ধরে প্রতিবেদনটি পড়ে নিন …
চলতি মাসের শুরুতে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) মুদ্রানীতিতে পলিসি ইন্টারেস্ট রেট (রেপো রেট) অপরিবর্তিত রাখা হয়, যার পরে অনেক ব্যাঙ্ক তাদের এফডিতে উচ্চতর রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে কয়েকটি ছোট ফাইনান্স ব্যাঙ্কও রয়েছে যারা অসাধারণ রিটার্ন দিচ্ছে। দেখে নিন কোন কোন ব্যাঙ্ক ভালো সুদ দিচ্ছে…
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্কটি সাধারণ মানুষকে ৪.০ শতাংশ থেকে ৮.৩০ শতাংশ হারে সুদ দিচ্ছে। সর্বোচ্চ সুদের হার ২ বছর থেকে ৩ বছর মেয়াদে দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা সাধারণ জনগণের তুলনায় বিভিন্ন মেয়াদের এফডিতে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন। ২০২৩ সালের ৭ আগস্ট থেকে নতুন হার প্রযোজ্য হবে।
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
জন এসএফবি সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে সময়কালের জন্য ৩% থেকে ৮.৫০% এর মধ্যে সুদের হার অফার করে। নতুন হার ১৫ আগস্ট, ২০২৩ থেকে কার্যকর হবে। সর্বোচ্চ হার ২ বছর থেকে ৩ বছর (১০৯৫ দিন) সময়কালে দেওয়া হয়।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
উৎকর্ষ এসএফবি সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে সময়কালের জন্য ৪% থেকে ৮.৫০% এর মধ্যে সুদের হার অফার করে। নতুন হার ২০২৩ সালের ২১ আগস্ট থেকে কার্যকর হবে। সর্বোচ্চ হার ২ বছর-৩ বছর (১০৯৫ দিন) সময়কালে দেওয়া হয়।
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
ইকুইটাস এসএফবি সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে সময়ের জন্য ৩.৫% থেকে ৮.৫০% এর মধ্যে সুদের হার অফার করে। নতুন হার ২০২৩ সালের ২১ আগস্ট থেকে কার্যকর হবে। সর্বোচ্চ হার ৪৪৪ দিনের সময়কালে দেওয়া হয়।