ভারতের ৭টি আজব গ্রাম, যেখানে যাওয়ার আগে দশবার ভাবতে হবে! শেষেরটা সবথেকে বিরল

ভারতে (India) অদ্ভূত বিষয়ের শেষ নেই, কিন্তু আজ আমরা আপনাদের জানাবো ভারতের কিছু অদ্ভুৎ গ্রাম (Village) নিয়ে। বিশাল বপুর এই দেশে অবাক অবাক কিছু নিয়ম রয়েছে। সেখানের প্রতিটি গ্রামের রয়েছে কিছু অদ্ভুত অদ্ভুত নিয়ম। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতের কিছু অদ্ভুত গ্রামের ব্যাপারে।
১) মাত্তুর গ্রাম, কর্ণাটক (Mattur Village, Karnataka) : কর্ণাটকের এই গ্রামে সবাই সংস্কৃতে কথা বলে।
২) লংওয়া গ্রাম, নাগাল্যান্ড (Longwa Village, Nagaland) : নাগাল্যান্ডের এই গ্রামের অর্ধেক রয়েছে ভারতে আর বাকি অর্ধেক মায়ানমারে
৩) বড়ওয়া কলা গ্রাম, বিহার (Barwan Art Village) : ২০১৭ সালে প্রথম এই গ্রামে বিয়ে হয়। তার আগে পুরো গ্রাম ছিল ব্যাচেলর। অনেকেই আবার এই গ্রামকে ব্যাচেলর অফ ভিলেজ নামেও পরিচিত।
৪) শনি সিঙ্গানাপুর, বিহার (Shani Shingnapur Village, Bihar) : কখনো এই গ্রামের দরজা বন্ধ হয়না। এমনকি এখানের অনেক বাড়িতে দরজা পর্যন্ত নেই।
৫) হিওয়া বাজার গ্রাম, মহারাষ্ট্র (Hivrebajar, Maharashtra) : মহারাষ্ট্রের এই গ্রামকে বলা হয় ক্রোড়পতি গ্রাম। এই গ্রামের ৫০ জনেরও বেশি মানুষ কোটিপতি।
৬) শেটপাল গ্রাম (Shetpal Village) : এই গ্রামে মানুষ এবং কোবরা একই ছাদের নিচে থাকে।
৭) খনোমা গ্রাম (Khonoma Village) : এটাই ভারতের প্রথম সবুজ গ্রাম। এখানে গাছ কাটা অবৈধ এবং নিষিদ্ধ।