ফাইনালে ডুবিয়েছে দলকে! হারের সবথেকে বড় ভিলেন টিম ইন্ডিয়ার এই তিন প্লেয়ার

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের (Cricket World Cup) শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৬ উইকেটে হেরেছে ভারতীয় দল (India national cricket team)। এর আগে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচে ভারতের তিন খেলোয়াড় প্রত্যাশা মতো খেলতে পারেননি। এই খেলোয়াড়দের কারণেই হারের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে, এমনটা মনে করছেন কেউ কেউ।

   

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু করে ভারতীয় দল। প্রথম ১০ ওভারে ওঠে ৮০ রান। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) আউট হওয়ার পর ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং। রোহিত প্যাভিলিয়নে ফেরার পর ব্যাট করতে নামেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। রান করার বড় দায়িত্ব ছিল তাঁর ওপর, কিন্তু খারাপ শট খেলে চার রান করে আউট হয়ে যান তিনি। এটা ছিল ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি ফর্মে ছিলেন এবং শেষ ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। তার প্রতি প্রত্যাশা আরও একটু বেশি ছিল।

shreyas iyer w

শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ও কেএল রাহুল (KL Rahul) দলকে এগিয়ে নিয়ে যান। কোহলি ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কোহলির উইকেট পতনের কারণে চাপে পড়ে ছিলেন কেএল রাহুল। ধীর গতিতে করেছিলেন রান। মাঝের ওভারগুলোতে ভারতের রান রেট অনেকটাই কমে গিয়েছিল। রাহুল ১০৭ বলে ৬১.৬৮ স্ট্রাইক রেটে ৬৬ রান করেন। রাহুল ভালো রান করলেও কম স্ট্রাইক রেট হওয়ার কারণে অনেকেই তাঁর ওপর ক্ষুব্ধ।

ravindra jadeja sad

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বোলিং ও ব্যাটিংয়ে সমানভাবে ব্যর্থ হতে দেখা যায়। ব্যাট হাতে ২২ বলে মাত্র ৯ রান করেন তিনি। এরপর বোলিংয়েও ছন্দে দেখা যায়নি। ১০ ওভারে ৪৩ রান দিয়ে একটিও উইকেট পাননি জাদেজা। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল।