ভারতীয় রেলে (Indian Railways) টিকিট বুকিংয়ের সময় কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে। আপনি টিকিট বুক করার সময় হয় টিকিট কনফার্ম হয়ে যায়, অথবা সেটি ওয়েটিং লিস্টে থাকে। কিন্তু এসবের মাঝে আরো একটি অপশন রয়েছে। আর সেটি হলো RAC।
অনেকেই আমরা RAC তে টিকিট কাটতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর তার একমাত্র কারণ এই যে, এক্ষেত্রে টিকিট ক্যানসেল হয়না। একান্ত প্রয়োজনে দুজন একই সিটে চেপে যাওয়া যায় এক্ষেত্রে।
কিন্তু এবার RAC টিকিট বন্ধ হতে চলেছে। না সমস্ত ট্রেনের ক্ষেত্রে নয়, একমাত্র গরীব রথ ট্রেনে RAC টিকিটের সুবিধা পাবেন না আপনি। হয় কনফার্ম টিকিট মিলবে, আর নাহলে অপেক্ষা করেই থেকে যেতে হবে।
প্রসঙ্গত এই গরীব রথ এমন একটি ট্রেন যেখানে অনেক আসনের সমন্বয় রয়েছে। এই ট্রেনের কোচে সাধারণ ট্রেনের চেয়ে বেশি আসন থাকে এবং তার ফলে ভ্রমণের সময় যাত্রীদের অস্বস্তির সম্মুখীন হতে হয়।
আর সেই দিক খেয়াল রেখে দেশের ৫৪ টি গরীব রথ এক্সপ্রেসের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয় যে, এবার থেকে RAC এর মাধ্যমে টিকিট কাটা আর সম্ভব হবে না। এই নিয়ম ৫৪ টি গরীব রথ ট্রেনের জন্য লাগু হবে।