পৃথিবীর থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ! ২৪-র বদলে এবার দিন হবে ২৫ ঘণ্টার, আশঙ্কা বিজ্ঞানীদের

বর্তমানে ব্যস্ততা বেড়েছে অনেকাংশে। কর্পোরেট সংস্থায় কাজ করতে করতে হাঁফিয়ে ওঠছে সাধারণ মানুষ। এদিকে এসবের মধ্যে নিজের জন্য সময় বের করাটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টা সমস্ত কাজের জন্য পর্যাপ্ত হচ্ছেনা। কিন্তু এবার সেই সমস্যা কিছুটা হলেও পূরণ হতে চলেছে। কিন্তু কীভাবে সমস্যার সমাধান হচ্ছে?
আসলে এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছে চাঁদ (Moon)। আমাদের নিত্যদিনের কাজে চাঁদের কিন্তু বেশ ভারী প্রভাব রয়েছে। ছোটবেলা থেকেই আমরা জানি যে, জোয়ার ভাটা এবং দিন রাত্রির নিয়ন্ত্রণ হয় চাঁদের দ্বারা। এবার সেই চাঁদই কিনা পৃথিবীর থেকে দূরে চলে যাচ্ছে।
চাঁদের এমন কাজের জন্যই দিনের সময় ২৪ ঘণ্টা থেকে আরো ১ ঘণ্টা বাড়তে চলেছে। সম্প্রতি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে! বিজ্ঞানীদের তরফে জানানো পরিসংখ্যান থেকে জানা গিয়েছে যে, পৃথিবীর নাগাল থেকে বার্ষিক ৩.৮ সেমি অর্থাৎ দেড় ইঞ্চি মতো সরে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
আর এই বিশেষ ঘটনার ফলে ক্রমেই বাড়ছে দিনের দৈর্ঘ্য। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে, কোটি কোটি বছর আগে পৃথিবীতে দিনের মোট দৈর্ঘ্য ছিল মাত্র ১৩ ঘণ্টা। পরবর্তী সময়ে সেই দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এদিকে আবার এও জানা গিয়েছে যে, ১৬০০ খ্রিস্টাব্দের পর থেকে প্রতি শতাব্দীতে ১.০৯ মিলি সেকেন্ড করে সময় বাড়ছে। অন্যান্য বিজ্ঞানীরা দাবী করেছেন ১.৭৮ মিলি সেকেন্ড হারে বাড়ছে এই সংখ্যা।
এভাবে দিনের দৈর্ঘ্য বাড়তেই থাকলে বিজ্ঞানীদের দাবী যে, দিনের দৈর্ঘ্য বেড়ে ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে। ঘটনা প্রসঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার অধ্যাপক ডেভিড ওয়ালথাম জানিয়েছেন, ”এসবই হচ্ছে জোয়ারভাটার ফলে। যার ফলে ক্রমশ কমে আসছে পৃথিবীর ঘূর্ণনের গতি।”