দিঘায় এবার ২০ শতাংশ ছাড়! ভ্রমণ প্রিয় বাঙালিদের জন্য বিরাট অফার, এভাবে নিন ফায়দা

একদম দুর্গাপুজোর মুডে রয়েছেন শহর থেকে শুরু করে জেলার পর জেলার মানুষজন। দুর্গাপুজোকে কেন্দ্র করে একের পর এক জায়গা যেন নববধূর মতো সেজে উঠেছে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল চোখে পড়েছে। পুজোর আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশির সকলেই। চলছে দেদার প্যান্ডেল হপিং, শপিং, খাওয়া দাওয়া, হই হুল্লোড়।

   

এদিকে অনেকেই আছেন যারা দুর্গাপুজোর মধ্যে শহর থেকে জেলায় যাচ্ছেন আবার জেলা থেকে মানুষ শহরে আসছেন। আবার অনেকেই আছেন যারা এই পুজোর কয়েকটা দিন একটু অন্যরকমভাবে কাটাতে কেউ কেউ বাইরে ঘুরতে গিয়েছেন অথবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। আপনিও কি এই পুজোর কয়েকটা দিন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন কি? অথচ আপনার বাজেট একটু কম আছে? তাহলে আজ এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কম বাজেট থাকলেও আপনি অনায়াসেই খুব ভালো জায়গা থেকে ঘুরে আসতে পারবেন এবং উপরি পাওনা হিসেবে থাকবে এক বিশেষ চমক।

কেউ পাহাড় ভালোবাসেন তো আবার কেউ ভালোবাসেন সমুদ্র। আর সমুদ্রের নাম নিলেই প্রথমেই সকলের মাথায় আসে দিঘার (Digha) নাম। এই দিঘায় শুধু পুজো বলে নয়, কোনওরকম উৎসব ছাড়াও মানুষ এখানে সারাবছরই একপ্রকার ভিড় জমান। শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে মানুষ সমুদ্রে আসার লোভটা যেন ঠিক ছাড়তে পারেন না। সমুদ্রে স্নান, সমুদ্রের হাওয়ার আনন্দ নেওয়া, দেদার খাওয়া দাওয়া ও আরও কত কি চলে ।

digha thinking woman

তবে এবারে আপনি দিঘা গেলে একটু অন্যরকম চমক পাবেন বৈকি। বিশেষ করে আপনি যদি কফি প্রেমী হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা। কারণ এবার এই দিঘাতেও এক ভালো মানের কফি শপ খুলতে চলেছে। এই কফি হাউসে একসঙ্গে ১২০ জন বসে গরম কফিতে চুমুক দিতে পারবেন। শুধু তাই নয়, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এই কফি হাউজটির রূপ দেওয়া হয়েছে একদম জাহাজের আদলে। কফি ছাড়াও পাওয়া যাবে ফিশ ফিঙ্গার থেকে মটন কবিরাজ, চাইনিজ, তন্দুর, মকটেল ইত্যাদি। সবথেকে বড় ব্যাপার হল, এই কফি হাউসে ধরনের খাবারের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।