অক্টোবর মাসে শেষ হতে হাতেগোনা আর মাত্র দুদিন বাকি বয়স তারপরেই চলে আসবে নয় মাস নভেম্বর। কিন্তু নভেম্বর মাসের আগেই আচমকাই বাংলার আবহাওয়া যেন আমূল বদলে গিয়েছে। অস্বস্তিকর গরম নয়, বরং রাজ্যের আবহাওয়া শীতল হয়ে উঠেছে। আবহাওয়ার এহেন খামখেয়ালীপোনা দেখে সকলে একটাই পেনশন তুলছেন, তাহলে কি সময়ের আগেই বাংলায় শীত ঢুকছে?
এদিকে কলকাতা শহর সহ বাংলার অন্যান্য জেলার পারদ পতন ঘটলেও, বাংলায় কবে থেকে ‘অফিশিয়ালি’ ঠাণ্ডা পড়বে সেটা নিয়ে এখনও অবধি আলিপুর আবহাওয়া দফতরের তরফে কিছু জানানো হয়নি। আর মাত্র কয়েকদিন পরেই সকলে কালিপুজো ও দীপাবলির আনন্দে মেতে উঠবেন। তবে এই পুজোর আগেই আজ সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) পারদ আরও ঝুপ করে নামল।
রোদ থাকলেও তা যেন গায়ে ফুটছে না। ফলে প্রশ্ন উঠছে, এইরকম আবহাওয়া আর কতদিন থাকবে? এই নিয়ে এবার বড় তথ্য দিল আলিপুর আবহাওয়া অফিস, যা শুনে আপনিও হয়তো থ হয়ে যাবেন। মৌসম ভবন অবধি স্বীকার করে নিয়েছে যে বাংলায় শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে ঠাণ্ডা আবহাওয়া। আজ কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, আজ ও আগামী কয়েকদিন দিনে ও রাতের তাপমাত্রায় বড় হেরফের লক্ষ্য করা যাবে। অর্থাৎ পারদ কমবে হু হু করে। শীতের অনুভূতি পাবেন রাজ্যবাসী।
সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হু হু করে পারদ পতন ঘটবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা।