ভারত (India) ও নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যকার সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এক নম্বর বোলারের খেতাব হারিয়েছেন ভারতের এই জোরে বোলার। মহম্মদ সিরাজের জায়গায় এবার এই পদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড়।
উল্লেখ্য, এতদিন আইসিসি (International Cricket Council) ক্রম তালিকায় ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ নিজের জায়গা ধরে রেখেছিলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছিলেন সেরা বোলার হিসেবে। আইসিসি সম্প্রতি সংশোধিত ক্রম তালিকা প্রকাশ করেছে। আপাতত সিরাজকে সরিয়ে সেই জায়গায় উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ (keshav maharaj)।
চলতি মাসের শুরুতে গত ১ নভেম্বর ক্রম তালিকার শীর্ষস্থান দখল করলেও ৮ নভেম্বর মহম্মদ সিরাজ তাঁকে ছাড়িয়ে এক সপ্তাহ ধরে এই রেকর্ড ধরে রাখেন। এবার সিরাজকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড়। পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি সহ শেষ তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন কেশব মহারাজ।
ভারতকে বিপাকে ফেলা খুব কম বোলারদের মধ্যে তিনি একজন ছিলেন। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। এই চ্যালেঞ্জ ভারতের জন্য সহজ হবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে নকআউট ম্যাচে ভারতের রেকর্ড খুবই বাজে। এমন পরিস্থিতিতে ভারতকে সেই বাজে রেকর্ডগুলো পেছনে ফেলে কিউই দলের বিপক্ষে জিততে হবে, তাহলেই ফাইনালের স্বাদ নিতে পারবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশের দিকেও সবার নজর থাকবে। রোহিত শর্মা ষষ্ঠ বোলার হিসেবে কাউকে অন্তর্ভুক্ত করেন, নাকি একই প্রথম একাদশের ওপর আস্থা রাখেন এখন সেটাই দেখার বিষয়।