মাহিন্দ্রার থার (Mahindra Thar) ভারতীয় অটোমোবাইল বাজারে সবার প্রথম পছন্দ। খুব চড়া দামে পাওয়া থার ধনীদের প্রথম পছন্দ। তাই একে ধনীদের গাড়ি বলা হয়। কিন্তু যত বেশি এর গৌরব, ততই এই গাড়িটি প্রাণহীন, কারণ এই শক্তিশালী বাহনটিকে গরীবের টাটা ন্যানো (Tata Nano) বিশ্রী ভাবে পরাজিত করেছে। আসলে, ন্যানোর সঙ্গে সংঘর্ষে থার একেবারে উল্টে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি ক্রমশ ভাইরাল হচ্ছে, যা ছত্তিশগড়ের দুর্গ জেলার পদ্মনাভপুর শহর থেকে। জানা গিয়েছে যে, সেখানে ন্যানো এবং থারের মধ্যে সংঘর্ষ হয়। তবে, দ্রুতগামী থার সেই সংঘর্ষে উল্টে গেলেও, ন্যানো সেখানেই বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে।
যদিও এই সংঘর্ষে কেউ আহত হয়নি, জানা যাচ্ছে যে থরটি একেবারেই নতুন ছিল। মাত্র কয়েকদিন আগে শোরুম থেকে আসা গাড়িতে কোনও নম্বর প্লেট ছিল না। অনুমান করা হচ্ছে যে, ন্যানোটি পুরনো। নম্বর প্লেটও লাগানো ছিল। কিন্তু বাহুবলি থারের সামনে ন্যানোকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতেই দেখা গিয়েছে।
ভাইরাল ছবি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ন্যানো সোজা দাঁড়িয়ে রয়েছে এমনকি জোরে সংঘর্ষের কারণে ঘুরেও যায়নি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় থারকে নিয়ে তুমুল ট্রোল শুরু হয়েছে। জানা গিয়েছে যে, পুলিশ দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে।