আরও উন্নত হবে ভারতীয় রেল, টাটা গ্রুপের কাঁধে পড়ল গুরুদায়িত্ব! জানুন কী হতে চলেছে

ধীরে ধীরে রেল (Indian Railways) পরিষেবাকে আগের থেকে অনেকটাই উন্নত করা হচ্ছে। বিশেষ করে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে নানান যুগোপযোগী অবকাঠামো। ইতিমধ্যেই দেশের অন্দরে বানানো হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন। আগামী সময়ে যাতে আরও বেশী পরিমাণে এই ট্রেন দেখা যায় সেজন্য এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রেল।
জানা যাচ্ছে যে, আগামী ১ বছরের মধ্যে ২২টি অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস বানাবে টাটা স্টিল (Tata Steel)। ইতিমধ্যেই সেই নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। রেল আগামী দুই বছরে ২০০ টি নতুন বন্দে ভারত ট্রেন চালানোর লক্ষ্য নির্ধারণ করেছে। আর এক্ষেত্রে টাটা স্টিলের ওপরেও বেশ গুরুদায়িত্ব দিয়েছে রেল।
যদিও এখন সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসে চেয়ার কার লাগানো রয়েছ, ভবিষ্যতে এখানে স্লিপার কোচ যুক্ত হতে চলেছে। রেল ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই বন্দে ভারত ট্রেনের প্রথম স্লিপার সংস্করণ শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সেজন্যই রেল এবং টাটা স্টিলের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিতে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বন্দে ভারতের বিভিন্ন কোচের আসনগুলি প্রস্তুত করবে টাটা স্টিল।
একইসাথে রেলের অত্যাধুনিক LHB কোচের বরাতও পেয়েছে টাটারা। বন্দে ভারতের রেকের বিভিন্ন অংশ তৈরী করার জন্য ১৪৫ কোটি টাকার টেন্ডার জিতে নিয়েছে টাটা স্টিল। আগামী ১২ মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে সংস্থাটিকে। এছাড়া ১৬ টি কোচ সহ ২২ টি ট্রেন সেটের সম্পূর্ণ সিটিং সিস্টেম সরবরাহ করা হবে টাটা স্টিলকে।
ঘটনা সম্পর্কে টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ ভট্টাচার্য জানান, “এই ট্রেনের সিটগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। যা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং বিমানের মতো যাত্রী সুবিধা রয়েছে।” দেবাশীষ বাবুর কথায়, ‘এগুলি হল “ভারতে প্রথম” ধরণের যাত্রী সুবিধা। যা আগামী ১২ মাসের মধ্যে কার্যকর করা হবে।’
তবে এখানে উল্লেখ্য বিষয় এটাই যে, টাটা স্টিল ক্রমাগত রেলে তাদের অংশীদারিত্ব বৃদ্ধির দিকে মনোযোগ দিয়ে চলেছে। এর আগে মুম্বাই থেকে আমেদাবাদের রেল করিডোরেও টেন্ডার হাসিল করে টাটা স্টিল। আগামী সময়ে যে রেলে নিজেদের উপস্থিতি আরো বাড়াবে টাটারা সেবিষয়ে কোনো সন্দেহ নাই।