দুটি বড় সরকারি সংস্থা কিনে নিল টাটা গ্রুপ, বছর দুয়েকের মধ্যেই চাকরি পাবেন বহু যুবক-যুবতী

বহুদিন ধরে ধুঁকতে থাকা এক সরকারী সংস্থাকে কিনে নিয়েছে টাটা গ্রুপ (Tata Group)। লাভের মুখ দেখা দূর, দিনের পর দিন কোম্পানিতে লগ্নি করায় সরকারের মারাত্মক ক্ষতি হয়েছে। এবার সেই কোম্পানির উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হল টাটা গ্রুপ।
ভারতের বৃহত্তম স্টিল উৎপাদন সংস্থা টাটা স্টিল। এর আগেও তারা দেশের অনেক প্রয়োজনে এগিয়ে এসেছে। এবার রতন টাটার সংস্থাই কিনে নিয়েছে ঋণে ডুবে থাকা ওড়িশার নীলাচল ইস্পাত নিগম লিমিটেডকে (NINL) । জানা যাচ্ছে আগামী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে সম্পুর্ন হস্তান্তর হতে চলেছে। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থাকে কেনার জন্য এর আগে বিড হয়, এবং সেখানে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি কনসোর্টিয়াম কে পিছনে ফেলে প্রতিযোগিতায় জিতে ওই কোম্পানির মালিকানা নিশ্চিত করে টাটারা।
খবর অনুযায়ী জানুয়ারিতেই সম্পন্ন হয় বিড এর প্রক্রিয়া। সেখানে ১২,১০০ কোটি টাকার বিনিময়ে কোম্পানির ৯৩.৭১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে টাটা স্টিল। এবার শীঘ্রই রতন টাটার কোম্পানি হতে নেবে নীলাচল ইস্পাত নিগম লিমিটেডকে। সংস্থার এক আধিকারিক জানান লেনদেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আগামী মাসের মধ্যেই সবকিছু হস্তান্তর হয়ে যাওয়া উচিত। কিন্তু এই ব্যাপারে আরো একটি প্রশ্ন ওঠে যে, কোম্পানির এত পরিমাণ ঋণের কি হবে?
আসলে এই কোম্পানি বিক্রির কারণই হল বিশাল পরিমান ঋণে ডুবে থাকা। বহুদিন ধরে লাভের মুখ দেখেনি সংস্থাটি, সরকার বহুবার বাঁচানোর চেষ্টা করলেও বারবার মুখ থুবড়ে পড়ায় হাল ছেড়ে দেয় সরকারও। আপনাদের জানিয়ে রাখি যে, ২০২০ সালের ৩২ শে মার্চ থেকেই বন্ধ পড়ে আছে পুরো কারখানা।
বিগত অর্থবর্ষের হিসেব অনুযায়ী প্রায় ৬,৬০০ কোটি টাকা দেনা রয়েছে নীলাচল ইস্পাত নিগম লিমিটেডের। এই টাকার মধ্যে রয়েছে প্রোমোটারদের বিশাল ৪,১১৬ কোটির বকেয়া এছাড়া ব্যাঙ্ক এবং অন্যান্য পাওনাদারদের পাওনা রয়েছে ১,৭৪১ কোটি টাকা। এমতাবস্থায় হাতি পুষে আর নিজেদের লোকসান বাড়াতে চায়নি সরকার। তবে রতন টাটার গ্রুপ এই সরকারি সংস্থা গুটিকে কিনে নেওয়ায় আগামী দুই বছরের মধ্যে বিশাল কর্মসংস্থান হওয়ার আশা জাহির করা হয়েছে।