এসে গেল আরও একটি শুক্রবার। আর শুক্রবার আসা মানেই হল বাংলা সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণের দিন। বাংলা সিরিয়ালগুলিকে ঘিরে সিরিয়ালপ্রেমীদের মধ্যে একটি আলাদা ধরণেরই উন্মাদনা কাজ করে। এই সপ্তাহতেও তার ব্যতিক্রম ঘটল না। এবারও সকলকে চমকে দিল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’।
মিশকা সূর্যের সন্তানের জন্ম দিয়েছে। ইতিমধ্যেই মিশকা ও তাঁর সন্তানকে সেনগুপ্ত পরিবারে এনেছেন সূর্যের মা লাবণ্য । একপ্রকার টানটান পর্ব চলছে। যদিও এবারও সকলের নজর কাড়তে পারল না সূর্য ও দীপার জুটি। ফের একবার শীর্ষের তকমা হারালো এই মেগা ধারাবাহিকটি।
যদিও চলতি সপ্তাহে বিরাট চমক রয়েছে টিআরপি (Target Rating Point) তালিকায়। সকলকে চমকে দিয়ে জি বাংলার (Zee Bangla) দুটি মেগা ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করল। আর এই দুটি সিরিয়াল হল মানালি দে অভিনীত কার কাছে কই মনের কথা ও পল্লবী শর্মা-রুবেল দাস অভিনীত নিম ফুলের মধু। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। চলতি সপ্তাহে এই দুই মেগা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর হল ৭.৯।
এরপরেই রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই মেগার প্রাপ্ত নম্বর হল ৭.৮।
এর পাশাপাশি ৭.৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী, চতুর্থ হয়েছে অনুরাগের ছোঁয়া, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.০। এছাড়া পঞ্চম হয়েছে সন্ধ্যাতারা, ষষ্ঠ হয়েছে তোমাদের রাণী, যৌথ সপ্তম হয়েছে তুঁতে এবং Love বিয়ে আজকাল, অষ্টম হয়েছে জল থই থই ভালোবাসা , নবম হরগৌরী পাইস হোটেল ও দশম হয়েছে তুমি আশেপাশে থাকলে।