২০২০ সালের ফেব্রুয়ারি মাস….বাংলা চলচ্চিত্র দুনিয়ার একজন নামী অভিনেতাকে চিরতরে হারায় বিনোদন দুনিয়া। আর সেই অভিনেতা হলেন তাপস পাল (Tapas Paul)। ৯০ দশক থেকে শুরু করে বেশ কয়েক বছর নিজের অভিনয় যাদুতে সকলকে একপ্রকার মাতিয়ে তুলেছিলেন তাপস পাল। দাদার কীর্তি থেকে শুরু করে গুরুদক্ষিণা, সাহেব সহ একের পর এক সিনেমা বাঙালি দর্শকদের উপহার দিয়ে ছিলেন তাপস পাল।
কিন্তু আজ এই প্রতিবেদনে তাপস পালকে নিয়ে নয় তার মেয়েকে নিয়ে আলোচনা করা হবে যিনি নিজেও একজন নামি অভিনেত্রী। আপনি কি চেনেন তাপস পালের মেয়েকে? যদি না চিনে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। তাপস পালের মেয়ে বেশ কিছু সিনেমায় ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন। টলিউড হোক বা বলিউড দুটিতেই একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছেন তাপস পালের মেয়ে।
তাপস পালের মেয়ে নাম হল সোহিনী পাল (Sohini Paul)। সোহিনী পাল ১৯৮৬ সালের ৩১শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তাঁর বয়স ৩৬। অনেকেই হয়তো জানেন না যে দ্বাদশ শ্রেণীতে পড়াকালীনই গায়ক ও অভিনেতা অঞ্জন দত্ত পরিচালিত একটি ইংরেজি সিনেমা ‘বো ব্যারাকাস ফরএভার’ চলচ্চিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন সোহিনী।
এরপর ‘জ্যাকপট’, ‘হ্যাংওভার ‘, ‘অটোগ্রাফ ‘, ‘একটি মেয়ে তমসী’, ‘ওগো বিদেশিনী’ সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা যায় সেহিনীকে। শুধু বাংলা সিনেমা নয় তিনি হিন্দি সিনেমাতেও হাত পাকিয়েছেন। ২০১৫ সালে হিন্দি চলচ্চিত্র ‘হাম তুম দুশমন দুশমন’, সিনেমাতে অভিনয় করেন।
বাবার মৃত্যুর পর একপ্রকার মা নন্দিনী পালকে তো সামলান। এর পাশাপাশি তিনি সংসারের হালও ধরেন। বর্তমান সময়ে অভিনেত্রী মা নন্দিনীকে নিয়ে মুম্বাইতেই থাকেন। কিন্তু অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেমন বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন সেক্ষেত্রে সোহিনী কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোটেই সক্রিয় নন। মাঝেমধ্যে নিজের বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যায় অভিনেত্রীকে। যদিও এখন তার টলিউডে ফিরে আসার কোনও ইচ্ছা নেই বলেও জানিয়েছে দিয়েছেন অভিনেত্রী।