এবার দিঘায় পর্যটকদের জন্য নয়া চমক! শুরু হল নতুন পরিষেবা, শুনে লাফাবেন আপনিও

দীঘাতে (Digha) এবার এক নতুন পরিষেবা শুরু করতে চলেছে সরকার। এই পরিষেবা হল, পর্যটকেরা এবার থেকে সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ কোনো বিপদে পড়লে বা দীঘায় বেড়াতে কোনো সমস্যা হলে সরাসরি সাহায্য মিলবে। এতদিন এইরকম কোনো ব্যবস্থা থাকেনি দীঘায়।

এই উদ্যোগের ব্যপারে জানিয়েছেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সাংবাদিক সম্মেলনে এসে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল জানান যে, দিঘা ঘুরতে গিয়ে কোনো সমস্যা হলে পর্যটকরা এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

মানসবাবু বলেন, পর্যটকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে এবার প্রশাসনের তরফে দিঘার বিভিন্ন জায়গায় কমপ্লেন বক্স বসানো হচ্ছে। ঘুরতে এসে নানান সমস্যার সম্মুখীন হলে পর্যটকদের জন্য এই পরিষেবা শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিশেষ করে ইভটিজিং এবং রাত্রিবেলা কোনো সমস্যা হলে এই পরিষেবা বিশেষ উপযোগী হতে পারে।

digha beach 1edac

একইসাথে জানিয়ে রাখি যে, অভিযোগ গ্রহণের পরে দ্রুত ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। সমস্যার সমাধান করার জন্য ২৪ ঘন্টায় তৎপর থাকবে প্রশাসন। পর্যটকদের যেকোনো সমস্যায় তৎক্ষণাৎ রেসপন্স করবে সরকার। এর ফলে দীঘায় আরো বেশি পরিমাণ পর্যটকের ভিড় থাকবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button