শেষের মুখে কেরিয়ার! টিম ইন্ডিয়ার পর এবার কাউন্টি দল থেকেও বাদ চেতেশ্বর পূজারা

ওয়েব ডেস্কঃ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের পর ভারতীয় টেস্ট দলে সবথেকে নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে যাকে ধরা হত, তিনি হলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। কিন্তু পূজারার কেরিয়ার এখন প্রায় শেষের দিকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বর্তমানে টিম ইন্ডিয়ার হয়ে আর খেলার সুযোগ পান না তিনি। কাউন্টি ক্রিকেটে নিজের অবদান রাখলেও, এবার সেখান থেকেও মুছে যাচ্ছে পূজারার নাম।

ভারতীয় দল এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এরপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেবেন রোহিত শর্মারা। যদিও, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। পাশাপাশি গতকালই ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজের ঘোষণা হয়েছে। তবে, টেস্ট নিয়ে প্রস্তুতি যতই তুঙ্গে থাক না কেন, ভারতীয় দলে চেতেশ্বর পূজারার প্রত্যাবর্তন অসম্ভবই মনে হচ্ছে।

   

একদিকে যখন পূজারা ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য মুখ চেয়ে বসে আছেন। তখন আরেকদিকে বড় ঝটকাও খেয়ে গেলেন তিনি। কারণ এবার কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আগে পূজারাকে দল থেকে বাদ দিয়ে নতুন প্লেয়ার নিয়েছে সাসেক্স। কাউন্টি ক্রিকেট টিম সাসেক্সের তরফে অস্ট্রেলীয় প্লেয়ার ড্যানিয়েল হিউজকে আগামী মরসুমের সমস্ত ম্যাচ খেলানোর ঘোষণা করা হয়েছে।

পূজারাকে ছাড়ল সাসেক্স

পূজারা ২০২৪-এ তৃতীয়বার সাসেক্স দলের হয়ে খেলেছিলেন। হিউজের প্রত্যাবর্তনের আগে পূজারা চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলেছেন। সাসেক্সের কোচ জানিয়েছেন যে, ‘পূজারাকে ছাড়া সহজ কাজ নয়, কিন্তু আমাদের হিউজকে দরকার। হিউজ আমাদের প্রয়োজন মতোই দলের সঙ্গে খাপ খায়, আমরা খুব খুশি যে, আগামী মরসুমে হিউজ পুরোটাই আমাদের সঙ্গে থাকতে পারবেন।’

চেতেশ্বর পূজারার কেরিয়ার

২০১০ সালে ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল পূজারার। উনি এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১০৩ ম্যাচ খেলেছেন, যেখানে ১৯টি সেঞ্চুরি আর ৩৫ অর্ধ শতকের বলে তিনি ৭১৯৫ রান করেছেন। তবে ২০২৩ থেকে তিনি আর ভারতীয় দলে সুযোগ পান না। ভারতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

Avatar

সম্পর্কিত খবর