ফাইনালে বাদ সূর্যকুমার, অস্ট্রেলিয়ার যমকে সুযোগ দেবেন রোহিত! চূড়ান্ত হল টিম ইন্ডিয়ার একাদশ

নিউজিল্যান্ডকে (New Zealand) সেমিফাইনালে হারিয়ে ভারত (India) ফাইনালে। দলের প্রায় প্রত্যেক ব্যাটসম্যান রয়েছেন রানের মধ্যে। বেমানান শুধু একজন ব্যাটসম্যান। ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েও কাজের কাজ করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফাইনাল ম্যাচের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই ক্রিকেটার সম্পর্কে বীরেন্দ্র সেওয়াগ আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন।

   

rohit sharma s

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পাহাড় প্রমাণ রান করে টিম ভারত। প্রথম ইনিংসে একের পর এক রেকর্ড ভাঙেন ভারতীয় ব্যাটসম্যানরা। নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ভারত করে ৩৯৭ রান। টি২০ ক্রিকেটার জমানাতেও এই রান তাড়া করা খুবই কঠিন। বিশেষত ভারতের বিরুদ্ধে ভারতেরই ঘরের মাঠে। ভারতের হয়ে বিশ্বকাপ ২০২৩ এর প্রথম সেমিফাইনালে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। বিরাট ও আইয়ার করলেন যথাক্রমে ১১৭ ও ১০৫ রান। আহত হয়ে মাঠ না ছাড়লে শুভমন গিলও হয়তো শতরান করতে পারতেন। ব্যক্তিগত ৮০ রান করে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন তিনি। পায়ে টান ধরেছিল তরুণ ওপেনারের। অধিনায়ক রোহিত শর্মা করেন ৪৭ রান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই স্কোরকার্ড বেমানান কেবল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। শেষ ওভারে টিকে থাকতে পারলে দলের রান অনায়াসে নিয়ে যেতে পারতেন ৪০০’র বেশি। শেষের দিকে নেমে পিঞ্চ হিটিংয়ের কাজ করতে পারেননি তিনি। চলতি বিশ্বকাপে বারংবার নিরাশ করেছেন সূর্যকুমার যাদব। পরপর ম্যাচে বড় রানের দেখা নেই তাঁর ব্যাট। বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন ২* রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ২২ রান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ১২ রান ও ৪৯ রান পেয়েছিলেন সূর্যকুমার যাদব।

suryakumar yadav

ফাইনাল ম্যাচের জন্য সেরা প্রথম একাদশ মাঠে নামতে চাইবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এ ক্ষেত্রে সেমিফাইনাল সহ পরপর চার ম্যাচে ব্যাটিং নির্ভরতা জোগাতে ব্যর্থ হওয়া যাদবের ওপর রোহিত কতটা ভরসা রাখবেন সে ব্যাপারে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত অধিনায়কের হাতে অপশন রয়েছে। চাইলে তিনি খেলাতে পারেন ঈশান কিষান কিংবা শার্দুল ঠাকুরকে। তবে এও শোনা যাচ্ছে যে, রোহিত রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) শেষ ম্যাচে সুযোগ দিতে পারেন। এমনিতেই ভারতের কাছে ৬ নম্বর বোলার নেই। ওদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের রেকর্ডও ভালো। এই বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন অশ্বিন। তিনি ১টি উইকেট পেয়েছিলেন ঠিকই, কিন্তু অত্যন্ত কৃপণ বোলিং করে অজিদের কম রানের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করেছিলেন। তাই অনেকের আশা যে, এবার ফাইনালে অস্ট্রেলিয়া উঠলে অশ্বিন প্রথম একাদশে সুযোগ পাবেন।