সুপ্রিম কোর্টে রতন টাটা, আদালতে উঠল ১২ বছরের পুরনো মামলা! ছিল গুরুতর অভিযোগ

বেশ কিছু বছর আগে দেশের বিখ্যাত শিল্পপতি এবং ব্যবসায়ী রতন টাটা (Ratan Tata) অভিযোগ করেন যে, নীরা রাডিয়া তার অডিও টেপ ফাঁস করায় তার গোপনীয়তা নষ্ট হয়েছে। আসলে ঘটনাটা ২০১০ সালের, তখনই রতন টাটা অভিযোগ করেন নীরা রাডিয়ার সঙ্গে তাঁর কথোপকথনের যে টেপ প্রকাশ্যে আনা হয়েছে তাতে তাঁর গোপনীয়তা রক্ষার অধিকার ভঙ্গ করা হয়েছে। এবার সেই নিয়ে শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।
২০১০ সালে কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার সাথে রতন টাটার কথোপকথনের অডিও টেপ প্রকাশ্যে আসে। নীরা রাডিয়ার সাথে শিল্পপতি, সাংবাদিক এবং সরকারি আমলাদের কথোপকথনের অডিও টেপ ফাঁস হয়ে যায় সেই সময়। সেখানে অনেক জায়গায় কর মকুব নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাদের।
এছাড়া যেসময় নীরা রাডিয়ার ফোন ট্যাপ করা হয়েছিল অর্থাৎ সময়টা তখন ২০০৮-০৯, সেইসময় নীরা রাডিয়ার পাবলিক রিলেশন কোম্পানির অন্যতম ক্লায়েন্ট ছিলেন মুকেশ আম্বানি। যদিও নীরা রাডিয়ার সেই পাবলিক রিলেশন কোম্পািন বৈষ্ণবী কর্পোরেটের এখন আরো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া সম্ভব নয়।
এরপর ২০১২ সালের আগস্ট মাসে সরকারের পক্ষ থেকে অডিও টেপ জমা দেওয়া হয় সরকারের কাছে। সেখানেই নীরা রাডিয়ার সাথে রতন টাটার কথোপকথন সামনে আসে। তখনই রতন টাটা অভিযোগ করেছিলেন গোপনীয়তা এড়িয়ে প্রত্যক্ষ এল সেই কথোপকথন। সেই বিতর্কই পরবর্তীতে ‘রাদিয়া টেপ’ বিতর্ক নামে পরিচিতি হয়।