ভারতে ফের চালু হবে পুরনো ৫০০-১০০০ টাকার নোট? বড় রায় দিল সুপ্রিম কোর্ট

২০১৬ সালের ৮ই নভেম্বর কালো টাকা এবং জালিয়াতি সহ জালনোট রুখতে বড় পদক্ষেপ নেওয়া হয় সরকারের তরফে। রাতারাতি বদলে ফেলা হয় দেশের সমস্ত ৫০০ এবং ১০০০ টাকার নোট। নোটগুলোকে নিষিদ্ধ করে আরবিআই (Reserve Bank of India)। তারপরই বাজারে আসে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট। কিন্তু সদ্যই সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) কেস আসে পুরনো নোট নিয়ে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বিমুদ্রিত ১০০০ এবং ৫০০ টাকার নোট গ্রহণ করার জন্য পৃথক পৃথক আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। যদিও বিচারপতি বি. আর. গাভাই এবং বিক্রম নাথ আবেদনকারীদের সরকারের কাছে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছেন। ভারতের সর্বোচ্চ আদালত সরকারকে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং প্রতিটি অভিযোগ ১২ সপ্তাহের মধ্যে বিবেচনা করার নির্দেশ দিয়েছে।
বেঞ্চ জানায়, “সাংবিধানিক বেঞ্চের রায়ের পরে আমরা মনে করি না যে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে নিজেদের এখতিয়ার প্রয়োগ করে ডিমোনেটাইজড নোটগুলি গ্রহণ করা সম্ভব হবে।” যদি কোনো আবেদনকারী ভারত সরকারের পদক্ষেপে সন্তুষ্ট না হন, তাহলে তার অবশ্য হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা থাকবে।
সর্বোচ্চ আদালত, সংখ্যাগরিষ্ঠ রায় দিয়ে জানায় নোট বাতিলকে বহাল রাখে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানায় যে, কেন্দ্রের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দোষ দেওয়া যাবে না কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আলোচনা করেই পদক্ষেপ গ্রহণ করে। সেজন্য সরকারের সিদ্ধান্তকে কোনোভাবেই অযৌক্তিক বলা সম্ভব নয়।