বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা প্যাটেল (Ameesha Patel) অভিনীত ‘গদর ২’ (Gadar 2)। এই হিন্দি সিনেমা (Hindi cinema) প্রতিদিনই আয়ের নতুন রেকর্ড তৈরি করছে। গদর ২ মাত্র ৬ দিনে ২৫০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এরই মাঝে প্রকাশ্যে এল এই সিনেমার ষষ্ঠ দিনের সংগ্রহ। বুধবার ভারতে ৩৪.৫০ কোটি টাকার ব্যবসা (Business) করেছে গদর ২। গদর ২-এর ৬ দিনের মোট সংগ্রহ হয়েছে ২৬৩.৪৮ কোটি টাকা। সিনেমা হল কর্তৃপক্ষরা জানাচ্ছেন, বক্স অফিসে ছবিটি ঝড় এখনই থামছে না।
একপ্রকার সিনেমাটি রেকর্ড ভাঙা আয় করছে। ‘দ্য কেরালা স্টোরি’র লাইফটাইম কালেকশন (২৪২.২০) যা ৬ দিনে ছাড়িয়ে গেছে গদর ২। এ নিয়ে ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হয়ে উঠেছে সানির ছবি। সেই সঙ্গে আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই ছবিটি ৩০০ কোটিতে পৌঁছাবে। মাত্র ৬ দিনের মধ্যেই রেকর্ড আয় করেছে ছবিটি। শুধু তাই নয়, প্রতিনিয়ত অনেক সিনেমার রেকর্ড ভাঙছে ছবিটি। ছবিটি অক্ষয় কুমারের ‘OMG 2’ এবং দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’-কেও ছাড়িয়ে গেছে।
২২ বছর পর মুক্তি পাওয়া এই ছবিটি সানি দেওলের কেরিয়ারের সর্বোচ্চ উপার্জনকারী ছবি হয়ে উঠেছে। দীর্ঘ ২২ বছর পরেও তারা সিং ও সাকিনার প্রেম কাহিনী দেখতে নতুন করে সিনেমা হলমুখী হয়েছেন মানুষ। এমনকি সিনেমায় তাঁদের ছেলে কতটা লায়েক হয়ে উঠেছে, তাও দেখানো হয়েছে। প্রথম দিনে বক্স অফিসে ৪০.১০ কোটি টাকা দিয়ে ওপেনিং হয়েছে Gadar 2-এর। এরপর দ্বিতীয় দিন ৪৩ এবং তৃতীয় দিন ৫২ কোটি টাকা আয় করেছিল। করোনার কাঁটা পার করে বলিউডে সবথেকে উপার্জনকারী ছবি হয়ে উঠেছিল শাহরুখ খানের পাঠান। এবার পাঠানকে জোর ধাওয়া করেছে গদর। এখন দেখা বিষয় এটাই যে, শাহরুখের রেকর্ড ভাঙতে পারেন নাকি সানি।
আরও পড়ুনঃ আধার, PAN কার্ড থাকলেই তিন লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র! আপনি কীভাবে পাবেন? জানুন …
সানি দেওলের ছবি ‘গদর ২’ ২০০১ সালে মুক্তি পাওয়া অনিল শর্মার ছবি ‘গদর’-এর (Gadar: Ek Prem Katha) সিক্যুয়েল। সানি দেওল ও আমিশা প্যাটেল ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে উৎকর্ষ শর্মা ও মণীশ ওয়াধওয়াকে। ছবিটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাচ্ছে। ঠিক যেমনটা হয়েছিল ২২ বছর আগে।