সুন্দরবন বেড়াতে যাওয়ার আগে হয়ে যান সাবধান, এই নিয়ম না জানলে পড়বেন মহা বিপদে

আপনিও যদি সুন্দরবন (Sundarbans) যাওয়ার বিষয়ে কিছু প্ল্যান করেছেন তাহলে আপনার জন্য বিশেষ খবর নিয়ে এসেছি আমরা। কারণ আগামী মাস থেকেই বদলে যাচ্ছে কিছু নিয়ম। সপ্তাহের মঙ্গলবার দিন বন্ধ থাকছে সুন্দরবনের ভ্রমণ। অর্থাৎ ওইদিন বেড়াতে যাওযার প্ল্যান থাকলে আগেভাগেই বদলে ফেলতে হবে সেটি।

ঘটনা সম্পর্কে গত ১০ মার্চ রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় একটি নির্দেশিকা জারি করেন। সেখানে তিনি জানান সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উন্নয়নের স্বার্থে পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি তরফে। আর তারই ফলস্বরূপ এমন সিদ্ধান্ত। সুন্দরবন অঞ্চলের ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অজয়কুমার দাস বিষয়টি সম্পর্কে বিষদে জানান।

sundarbans bengal tiger soumyajit nandy3 copy mbfgig

আগামী ১ এপ্রিল থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে। বনদপ্তরের কাজের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। আগে ৭ দিন বেড়ানোর সুযোগ থাকলেও এবার সেখানে আসছে বড় পরিবর্তন। বিষয়টি দেবলবাবু জানিয়েছেন যে, রাজ্যের সমস্ত অভয়ারণ্যই সপ্তাহে ১ দিন বন্ধ থাকে, সুন্দরবনেও সেই নিয়ম জারি করল সরকার।

sundarban national park feature

দেবলবাবু বলেন, “এতে অভয়ারণ্যের নিজস্ব কাজকর্ম করতে সুবিধা হয়। ইতিমধ্যে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ, বসিরহাট রেঞ্জ, ন্যাশনাল ফরেস্ট (ইস্ট) ও ন্যাশনাল ফরেস্ট (ওয়েস্ট)-সহ সব রেঞ্জকে এ বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।’’

sundarban national park

অজয়কুমার এই নির্দেশ সম্পর্কে বলেন, ‘‘সপ্তাহে একটা দিন পর্যটকদের জন্য ব্যাঘ্র প্রকল্প বন্ধ থাকলে আমাদের কিছু কাজ করতে সুবিধা হবে। জঙ্গলের রক্ষণাবেক্ষণের জন্যও এটা জরুরি।’’ তবে পর্যটকরা সেখানে যেতে না পারলেও স্থানীয় মানুষের যাতায়াতে কোনও রকম অসুবিধা নেই বলেই জানিয়েছেন বনদপ্তরের কর্তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button