সুন্দরবন যাওয়ার প্ল্যান থাকলে হয়ে যান সাবধান, আগামী তিনদিন চরম হয়রানি! পড়বেন বিপদে

আবারও বাস ধর্মঘটের সাক্ষী থাকল বাংলা (West Bengal)। টানা তিনদিন ধরে গড়াবে না কোনো বাসের চাকা বলে ঘোষণা করে দেওয়া হল। এদিকে বাস সংগঠনের এহেন ডাকা ধর্মঘটের জেরে ইতিমধ্যেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ।

আপনিও যদি সুন্দরবন (Sundarbans) ও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বাসিন্দা হয়ে থাকেন অথবা সুন্দরবন যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। কারণ এবার বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিল  জয়েন্ট কমিটি অফ বাস অপারেটরস অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা শাখা।

আজ থেকে একগুচ্ছ দাবি তুলে এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে অবৈধ যানবহন বন্ধের মতো বড় দাবি। এদিকে আচমকা বাস অপারেটর্সদের এহেন ডাকা ধর্মঘটের মাশুল গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। সকলের একটাই প্রশ্ন, এবার কীভাবে কাজে যাবেন সকলে? ঘুরতি পথ দিয়ে গিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে নিত্যযাত্রীদের।

কোথায় কোথায় বন্ধ রয়েছে বাস? জানা গিয়েছে, আজ থেকে আগামী টানা ৩ দিন ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা, রায়দিঘির সঙ্গে কলকাতা যোগাযোগকারী প্রায় হাজারের কাছাকাছি বাস ও মিনিবাস বন্ধ থাকবে। এহেন সিদ্ধান্তের কারণে একপ্রকার মাথায় বাজ ভেঙে পড়েছে নিত্যযাত্রীদের।

জয়েন্ট কমিটি অফ বাস অপারেটরস অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা শাখার তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ যানবাহনে যাত্রী পরিবহণ চলছে। যার ফলে চরম লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস ও মিনিবাস মালিকদের।

বহুবার প্রশাসন ও আরটিওকে জানিয়েও লাভের লাভ হয়নি। অন্যদিকে আরটিও অফিসের আধিকারিক শুভাশিস ঘোষ জানান, মাঝেমধ্যেই অবৈধ ছোট যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান তাঁরা। আগামী দিনে তাঁদের দাবি মানা না হলে লাগাতার বাস বন্ধ রেখে আন্দোলন চলবে বলেও সুন্দরবন জেলা বাস-মিনিবাস সংগঠনের সভাপতি রইচ মোল্লা জানান।