‘আমার স্বামীর প্রতি ওঁর দুর্বলতা রয়েছে” শ্রীলেখাকে নিয়ে বিস্ফোরক রান্নাঘরের সুদীপা

জি বাংলার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা সুদীপ চট্টোপাধ্যায় বেঁফাস মুখ খুলে একাধিকবার বিতর্ক, সমালোচনার শিকার হয়েছেন। দিনকয়েক আগে ডেলিভারি বয়দের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন সুদীপা। নেটিজন থেকে সেলিব্রেটি কেউই এখন আর তাকে ছেড়ে কথা বলছেনা। এখন সঞ্চালিকার সেই বক্তব্যকে কোট করেই তাকে কটাক্ষে বিঁধেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

দিন দুয়েক আগে সুইগি ডেলিভারি বয় সম্পর্কে ফেসবুকে একটি পোস্ট লিখে তিনি বলেন, “আমি শুধু জানতে চাই একজন ডেলিভারি বয় ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? ফোন করে কেন বলেন ‘আমি আসছি আপনি গেট খুলুন’। আমি কি দারোয়ান যে গেট খুলব?” কার্যত তার এই পোস্টের পরই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও আসন্ন বিতর্কের টের পেয়ে পোস্টটি মুছে দেন তিনি তবে ততক্ষণে তার পোস্টের স্ক্রিন শট ভাইরাল হয়ে গেছে।

এরপর সেই স্ক্রিন শট নিয়ে টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ফেসবুকে লেখেন “উদ্ধত অসভ্য এই মহিলা!” শ্রীলেখার এই কটাক্ষ সম্পর্কে সুদীপাকে জিজ্ঞেস করা হলে সঞ্চালিকার থেকে যা শোনা গেলো তাতে অনুশোচনার লেশমাত্র তো নেইই উলটে দেখা গেলো অহঙ্কারের ঝলক। সুদীপা বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না উনি আমাকে নিয়ে এমন বলেছেন। আমার দাদার বন্ধু। ছোট থেকে চিনি। আমার ছবিতে কাজ করেছেন। খুব অবাক হচ্ছি একজন অভিনেত্রী আমার মতো সামান্য টিভি সঞ্চালিকাকে নজরে রাখেন!”

পাশাপাশি সুদীপা জানান, “আসলে উনি যখন প্রজেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমার স্বামী অগ্নিদেবকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, তখন আমি দাদা এবং স্বামীর পাশে দাঁড়াই, তখন থেকেই খারাপ হয়ে যাই। তিনি আমাকে যখনই দেখা হয়েছে অগ্নি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নানা মন্ত্রণা দিতেন। বলতেন তোমার বর তো আবার ঋতু ছাড়াও কোন নায়িকাকে চোখেই দেখতে পারে না। কিন্তু তাঁর কথায় আমি পাত্তা দিচ্ছি না দেখেই এখন আমি খারাপ হয়ে গেলাম!”

শুধু তাই নয়, সুদীপার দাবি শ্রীলেখা নাকি রটিয়ে বেড়ান যে, তিনি বড্ডো হিসেব করে বিয়ে করেছেন। এমনকি তার স্বামী তাকে কী উপহার দেন সে বিষয়েও খোঁজ রাখেন শ্রীলেখা। সঞ্চালিকার কথায়, “আমার স্বামী আমাকে কী দিল তাতে ওঁর কী? উনি কী আমাদের উপর নজর রাখেন? নাকি ওঁর আমার স্বামীর প্রতি দুর্বলতা আছে?” এরপর তিনি আরো বলেন, “উনি বড় মাপের অভিনেত্রী। নিজের কাজের প্রতি ফোকাস হলে এমনিই শিরোনামে থাকবেন। এমন বিতর্ক তৈরি করে লাইম লাইটে থাকার চেষ্টা করতে হবে না।”

Sudipa Chatterjee

শুধু শ্রীলেখাই নয়, সুদীপার বিরুদ্ধে সরব হয়েছে অভিনেতা অরিত্র দত্ত বনিকও। পাশাপাশি যে পোস্ট নিয়ে এতো সমালোচনা সুদীপা তার উত্তরে বলেন, তিনি হামেশাই শুনে থাকেন যে, ডেলিভারি বয়রা খাবার পৌঁছে দিচ্ছে না। ফোনে না পেলে নট রিচেবল বলে খাবার নিয়ে ফেরত চলে যাচ্ছে। আবার টাকাও ফেরত আসছে না। তাই সবাইকে সতর্ক করতেই নাকি এই পোস্ট করেছিলেন তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button