কিছু বড় করার ইচ্ছা! মায়ের দেওয়া ২৫ টাকা দিয়েই বানিয়ে দিয়েছেন ৭ হাজার কোটি টাকার কোম্পানি

আজ যার কথা বলতে যাচ্ছি তিনি স্থাপনা করেন ভারতের অন্যতম বিখ্যাত এবং ধনী ওবেরয় গ্রুপের। ওবেরয় গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন মোহন সিং ওবেরয় ( Mohan Singh Oberoi ) কিন্তু এতবড় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করা কি চাট্টিখানি ব্যাপার! কিন্তু কীকরে দাঁড় করালেন এই গ্রুপকে? আমাদের আজকের প্রতিবেদন ওবেরয় গ্রুপের ওপর।
ওবেরয় গ্রুপ শুরু করেছিলেন মোহন সিং ওবেরয়। তার জন্ম হয় বর্তমান পাকিস্তানের ঝিলম জেলার ভানাউ গ্রামের একটি শিখ পরিবারে। কিন্তু শৈশব কাল থেকেই যেন তার একের পর এক পরীক্ষা শুরু হয়। মাত্র ছয় মাস বয়সেই মারা যান তার বাবা। এরপর সমস্ত দায়িত্ব এসে পরে তার মায়ের ওপর। ওবেরয় তার প্রাথমিক শিক্ষা শেষ করেন নিজের গ্রামেরই একটি স্কুলে।
পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে পৌঁছান। সেখানে তিনি চরম দারিদ্র্য পীড়িত হয়েও একটি সরকারি কলেজে নিজের পরবর্তী পড়াশোনা শেষ করেন। কিন্তু শিক্ষা অর্জনের পর তার সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল চাকরি পাওয়া। অনেক খুঁজেও চাকরি পাননি তিনি। এই দুঃখে গ্রামে ফিরে গেলে সেখানে তার এক কাকা তাকে জুতার কারখানায় কাজ করার কথা বলেন। মোহন সিং এই কাজেই তৎক্ষণাৎ রাজি হয়ে যান। কিন্তু সেই জুতোর ফ্যাক্টরিও বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই। তাই আবারো তাকে গ্রামে ফিরতে হয়।
এরপর তার বিয়ে হয়ে যায় কলকাতার এক পরিবারে। শ্বশুরবাড়িতে গিয়ে সরকারি ক্লার্কের কথা জানতে পারলে তিনি সময় নষ্ট না করে চলে যান সিমলাতে, এবং এই চাকরি তিনি পেয়েও যান। প্রথমে মাসিক মাত্র ৪০ টাকা বেতনে কাজ করার পর তার বেতন হয় প্রতিমাসে ৫০ টাকা। কিন্তু সেখানেই তার ভাগ্য খুলে যায়। তিনি হোটেলে ক্লার্কের চাকুরী করা কালীন তাকে কঠোর পরিশ্রম করতে হয় , এবং তার চরম অধ্যবসায়ের জন্য তিনি ব্রিটিশদের নেক নজরে চলে আসেন। এরপরই বদলে যায় তার ভাগ্য।
সেই হোটেলের ম্যানেজার তাকে ২৫,০০০ টাকায় (Indian Rupees) হোটেলটি বিক্রি করে দেন। তবে এজন্য তাকে তার পৈতৃক সম্পত্তি এবং স্ত্রীর গহনা বিক্রি করে দিতে হয়েছিল। প্রায় ৫ বছর ধরে হোটেলের ম্যানেজারকে ওই টাকা শোধ করেন তিনি। তারপরেই স্থাপনা হয় বিখ্যাত ওবেরয় গ্রুপ এন্ড হোটেলের। আজ তার সেই কঠিন পরিশ্রম এবং চরম অধ্যবসায়ের জন্য তিনি নিজের এক সাম্রাজ্য তৈরি করতে পেরেছেন। বিশ্বের ৬ দেশে ছড়িয়ে পড়েছে তার ব্যবসা, আর মাত্র ৪০ টাকা দিয়ে শুরু করে তার বর্তমান সম্পত্তি দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকায়!