বাঙালি হয়ে বাংলা বলতে লজ্জা লাগে? ছেলের সঙ্গে ইংরেজিতে কথা বলায় রোষের মুখে শুভশ্রী

গত সোমবারই ২ বছর পূর্ণ করেছে রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) ছেলে ইউভান। আর ছেলের জন্মদিন এর উপলক্ষ্যে এবার টলিউডের হট কাপল রাজ-শুভশ্রী এবার তাদের নয়নের মণিকে নিয়ে ল্যান্ড করেছেন সুদূর সুইজারল্যান্ডে। সেখানে তিনজনকেই বেশ ছুটির মেজাজে দেখা গিয়েছে। করিনার ছেলে তৈমুরের মত ইউভানও ছোট থেকেই বাংলার জনগণের কাছে বেশ বড় ইন্টারনেট সেনসেশন।

ছেলেকে নিয়ে প্রথম থেকেই বেশ খুল্লাম খুল্লা রাজ শুভশ্রী। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় পুঁচকে ইউভান। আর সম্প্রতি ছেলের বেশ একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করার পরই ট্রোলের শিকার হয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ তর্ক বিতর্ক শুরু হয়েছে তাদের বাচ্চার ভিডিও নিয়ে। কিন্তু হয়েছে কি?

আসলে বিদেশ সফরে যাওয়ার সময় এয়ারপোর্টেই ছেলের ভিডিয়ো শেয়ার করেছিলেন তারকা দম্পতি। সেখানে নীল রঙা টি-শার্ট আর ডেনিম পরে বিমানবন্দরে একটি প্র্যামকে ঠেলতে দেখা গেল ইউভানকে। বেশ হাসি খুশি মেজাজেই দেখা গিয়েছে তাদের। ভিডিও থেকে শুভশ্রীর কণ্ঠ ভেসে আসে, তিনি ছেলেকে ইংরাজি ভাষায় জিজ্ঞাসা করেন ‘Where are you going Yuvaan?’

এদিকে শুভশ্রীর ছেলে সেই প্রশ্নের জবাব না দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। আর শুভশ্রীর একাধিক ফ্যান পেজ শেয়ার করে এই ভিডিও। এদিকে শুভশ্রী তো বলেই খালাস, ছেলে যতই পিঠ দেখাক বাংলার জনগণ নায়িকাকে ছেড়ে কথা বলছে না।

শুভশ্রীর ফ্যান পেজে সেই পোস্টের কমেন্ট সেকশন ভরে যায় নানাবিধ কমেন্টে। কেউ লিখছেন, ‘কেন বাংলায় কথা বলতে কষ্ট হয়?’ কেউ আবার লিখেছেন, ‘নিজের ভাষায় কথা বলতে কি লজ্জা লাগে?’ তীব্র সমালোচনার মুখে পড়েন নায়িকা।

দর্শকরা এদিন টেনে নিয়ে আসে দু’দিন আগে ব্রিটেনের রানী মারা যাওয়ার প্রসঙ্গকেও। সেদিন ইংল্যান্ডের রানি এলিজাবেথের মৃত্যু নিয়ে পোস্ট শেয়ার করে বিদ্রুপের মুখে পড়েন শুভশ্রী। আর এদিন সেই রানীর দেশের ভাষায় পোস্ট করেই বিতর্ক তৈরি করেন তিনি। যদিও তিনি এখন বেশ আনন্দে হলিডে এনজয় করছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button