সেজেগুজে যাওয়াই হল সার! শুভশ্রীর মেকআপ নিয়ে শুরু হল ট্রোল, ধুয়ে দিল নেটিজেনরা

সোশ্যাল মিডিয়াতে নায়িকাদের হামেশাই ট্রোল করা হয়। অনেক সময় তারা নিজেরাই এমনসব কান্ড করে থাকেন যে, দর্শকরা তাদের মজা ওড়াতে থাকে। অভিনেত্রীদের সামলে চলতে হয় নিজেদের সাজ পোশাক। কিন্তু সদ্যই শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) যা করলেন তা নিয়ে যে ট্রোল হবেই সে আর বলার অপেক্ষা রাখেনা।

টলিউডের বাকি অভিনেত্রী যেমন শ্রাবন্তী, নুসরত এদের নিয়ে চলতে থাকে বিতর্ক। আর শুভশ্রীকে বারবার ট্রোলের মুখে পড়তে হয়। বলা ভালো সোশ্যাল মিডিয়াতে নায়িকা যতনা নাম কুড়িয়েছেন তার থেকে বেশি নিন্দা হয়েছে তাকে নিয়ে।

336038835 246799037679014 2796462151472275519 n

হয়েছে কি, সদ্যই ঘটে যাওয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন অভিনেত্রী। আর সেখানে তার পরণে ছিল কালো থাই হাই স্লিট অফ শোল্ডার গাউন। সাথে মানানসই হাই হিলস এবং ট্রেন্ডি ওয়েট মেকআপ লুকে মঞ্চে আসেন ‘বৌদি ক্যান্টিন’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে।

333248928 581844757210539 9061663767661354062 n

কিন্তু তার পোশাক এমনই ছিল যে, তাকে নিয়ে ট্রোল চলতে থাকে সোশ্যাল মিডিয়াতে। শুভশ্রীর মেকআপ লুক নিয়ে নানান ঠাট্টা, সমালোচনা শুরু হয়। অনেকে বলতে থাকেন, সার্জারি করে মুখ নষ্ট করে ফেলেছেন অভিনেত্রী। তো কেও কেও তার বয়স নিয়ে কমেন্ট করেছেন।

335921293 548497957375933 7828502014792965891 n

কমেন্ট সেকশন ঘাঁটলে দেখা যায় শুভশ্রীকে অনেকে ‘বৌদি’ বলে ডাকতে শুরু করেন। একজন তো এবার বলেই দিলেন যে, দেখে মনে হচ্ছে মাঝপথে স্নান ছেড়ে বেরিয়ে এসেছেন নায়িকা। তবে শুভশ্রী এসব পাত্তা দেননি, তিনি মন দিয়েছেন নিজের ক্যারিয়ারে। শীঘ্রই আসছে তার ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button