‘পড়তিস তো বাংলা মিডিয়াম ছোটলোক মার্কা স্কুলে’, ফের নেটিজেনদের রোষের মুখে শুভশ্রী!

বর্তমানে বলিউড সহ সমস্ত ইন্ডাস্ট্রিকে কিছুটা বয়কট করে চলেছেন সাধারণ মানুষ। তাদের আক্রমণের নিশানায় পড়েছেন তারকারা। এমনকি খোদ পারফেকশনিস্ট আমির খানকে (Aamir Khan) কাঁদিয়ে তবে ছেড়েছেন দর্শক মহল। কিন্তু সেখানেই থেমে থাকেনি তাদের আক্রমণ। অনেক সময় কুরুচিকর ভাষাতেও আক্রমণ করছেন তারা।
বাংলা টলি ইন্ডাস্ট্রিতে তেমনই ট্রোলের শিকার হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। বিসমিল্লাহ বা ধর্মযুদ্ধের মত সিনেমায় হিন্দু ধর্মকে নিয়ে খিল্লি করে নেটিজেনদের অপ্রিয় পাত্রী হয়েছেন তিনি। সহ্য করতে হয়েছে বডি শেমিং। তাছাড়া এইতো মাত্র কয়েকদিন আগে ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সুইজারল্যান্ডের পথে পাড়ি দিয়েছেন তিনি। কিন্তু সেখানেও ইংরেজিতে কথা হয় নেটিজেনরা প্রশ্ন ছোঁড়েন যে, বাংলায় পড়াশোনা করে এখন বাংলায় কথা বলতে লজ্জা করছে?
আসলে রাজ-শুভশ্রী উভয়েই গিয়েছেন ছেলের জন্মদিনের ছুটি কাটাতে। এদিকে বিমানবন্দরে ছেলের সঙ্গে ইংরেজিতে কথা বলাতেই তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। নেটিজেনদের দাবী ইংরাজিতে কেন, বাংলায় কথা বলতে কী অসুবিধা হচ্ছে তার। অনেকে তো আবার তাকে কটাক্ষ করে বলেন যে, কাক হয়ে ময়ূর সাজার শখ!
কিন্তু সেখানেই শেষ নয়, এবার আরো মারাত্মক আক্রমণ করা হয়েছে তাকে। সেটিও সম্প্রতি একটি ভিডিও নিয়ে। সেখানে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডে রোপওয়ে চড়ে একটি ভিডিও শুট করেছেন রাজ। পাহাড়ে ঘেরা ছিমছাম সুন্দর সবুজ উপত্যকার ওপরে গিয়েছে রোপওয়ের লম্বা লাইন। সেখানেই ছেলেকে হ্যাপি বার্থডে উইশ করেন রাজ।
রাজ-শুভশ্রী একইসাথে নিজেদের ছেলেকে উইশ করলে কি হবে, ছেলের তখন মন অন্যদিকে। হঠাৎ করে তার নজর পড়েছে নীচের উপত্যকায় চরতে থাকা গরুর দিকে। সঙ্গে সঙ্গে মাম্মাকে ডেকে ‘কাউ’ দেখাতে ব্যস্ত হয়ে পড়ে ইউভান। শুভশ্রী তখন ছেলের কথার প্রতি উত্তরে বলেন যে, ‘হোয়াট ডাজ কাউ ডু?’ ব্যাস আর যায় কোথায়। সমালোচনা তো শুরু হলোই, সাথে ভিডিওর কমেন্ট বক্স থেকে এমন এক বিষ্ফোরক মন্তব্য দেখা গেল যে অনেকেই স্তম্ভিত সেই লাইন পড়ে।
সেখানেই শুভশ্রীকে আক্রমণ হেনে একজন লিখেছেন যে, ‘পড়তিস তো বাংলা মিডিয়ামের ছোটলোক মার্কা স্কুলে। ইংলিশ এত চিবিয়ে বলার থেকে না বলাই ভাল। পড়াশোনায় তো ল ব দ আবার বলছে হোয়াট ডাজ কাউ ডু? একদিন লাইভ করে ফ্লয়েন্ট ইংলিশ বলিস তখন বুঝব যারা কমেন্ট করবে তাদের উত্তরে।’
Memories makes your life beautiful 😍 @iamrajchoco pic.twitter.com/psVGGFyHjp
— Subhashree Ganguly (@subhashreesotwe) September 14, 2022
শুভশ্রী অবশ্য এই কথার কোনো উত্তর এখনো দেননি, কিন্তু তার কি প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখতে চাইছে নেটজনতা।