কাজ মিলছে না টলিউডে! এবার সিনেমা ছেড়ে স্টার জলসার সিরিয়ালে নাম লেখালেন সেরা নায়িকা

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) টলিউডের (Tollywood) এক জনপ্রিয় অভিনেত্রী (Actress)। তবে শুধু অভিনেত্রী নন এখন তিনি পরিচালক এবং রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) স্ত্রী। দুজনের এক সন্তানও রয়েছে, যার নাম ইউভান। শুধু তাই নয় আগামী কয়েক মাসের মধ্যেই কোল আলো করে আসছে তাদের আরো এক সন্তান। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন শুভশ্রী। তবে তার সাফল্য একার নয় তিনি বরাবর জানিয়েছেন তার সাফল্যের পিছনে বড় হাত রয়েছে তার বাবা-মা ও দিদি দেবশ্রী গাঙ্গুলির (Deboshree Ganguly)।

অনুরাগীদের জন্য সুখবর দিলেন অভিনেত্রীঃ

দিদি দেবশ্রী গাঙ্গুলী বলতে অজ্ঞান শুভশ্রী। দিদি বোনের কেমিস্ট্রি গোটা বাংলা ইন্ডাস্ট্রির কাছে এক দারুণ বিষয়। তবে আজ এই প্রতিবেদনে শুভশ্রী নয় তার দিদি দেবশ্রী গাঙ্গুলিকে নিয়ে কথা হবে। বর্তমানে তিনিও বিনোদন দুনিয়ায় পা রেখেছেন। আগে তিনি কর্পোরেট সেক্টরে কাজ করলেও শেষমেষ বোনের দেখানো পথেই হেঁটেছেন দিদি দেবশ্রী। শুভশ্রীর পাশাপাশি দেবশ্রীকে নিয়েও চর্চার শেষ নেই মানুষের। কখনো ফিল্মি কেরিয়ার হোক অথবা কখনো ব্যক্তিগত জীবন, বারবার নাম উঠে আসে শুভশ্রীর দিদির। তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়, ফলে তার বেশ কিছু সংখ্যক ফ্যান ফলোয়িংও ইতিমধ্যে তৈরি হয়েছে। ফলে এবার তার এই অনুরাগীদের জন্য রইল দারুণ এক সুখবর। অভিনেত্রী নিজেই দিয়েছেন সেই সুখবর। কী সেই সুখবর জানেন?

কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে?

ইতিমধ্যেই দেবশ্রী বেশ কিছু সিনেমায় অভিনয় করে ফেলেছেন। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ফাটাফাটিতে দেবশ্রীর অভিনয় সকলের নজর কেড়েছে। তবে এরই মাঝে এল আরও এক সুখবর। এবার তাকে দেখা যাবে স্টার জলসার (Star Jalsha) এক বিশেষ ধারাবাহিকে। এই ধারাবাহিকে রয়েছেন আরো এক জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। তাকে স্টার জলসার লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন সিরিয়াল ‘জল থৈ থৈ ভালোবাসা’-য় দেখা যাবে। এই ধারাবাহিকে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানা গিয়েছে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নাকি দেবশ্রীকে সই করানোর জন্য ‘ম্যাজিক মোমেন্টস্‌’-র তরফে প্রথম ফোন গিয়েছিল তার বোন শুভশ্রীর কাছে। নতুন কাজ প্রসঙ্গে শুভশ্রীর দিদি জানিয়েছে, “আমি সত্যিই আশাবাদী। অপরাজিতাদির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। বহু দিনের ইচ্ছা ছিল। এত দিন ভয় লাগত যে সময় দিতে পারব কি না। কারণ আমার একটা ছোট ব্যবসা আছে। লীনাদির থেকে কাজের সুযোগ পেয়ে দ্বিতীয় বার ভাবিনি। এই সিরিয়ালের গল্পটাও একেবারে অন্য রকমের। আর ‘প্রাক্তন’-র অপাদির ভক্ত আমি। এই সব মিলিয়ে হ্যাঁ করে দিলাম।”