‘মন থেকে দাসত্ব এখনো মোছেনি”, ব্রিটেনের রানির মৃত‍্যুতে শোকপ্রকাশ করে চরম ট্রোলড শুভশ্রী

মাত্র কয়েকদিন আগের কথা নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন মন থেকে দাসত্ব দূর করার। কিন্তু ব্যাপারটা যে মোটেই অত সহজ নয় সেটা বোধহয় তিনি বুঝতে পারেননি। ঘটনাপ্রবাহ হচ্ছে ইংল্যান্ডের রানি এলিজাবেথ দ্য সেকেন্ড-র মৃত্যু। এদিকে কয়েকদিন আগেই গিয়েছে স্বাধীনতা দিবস আর তারই মধ্যে ব্রিটেনের রানির মৃত্যুসংবাদের কারণে শোকপ্রকাশ করায় শুরু হয়েছে নয়া বিতর্ক।

বৃহস্পতিবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর আসতেই বিশ্বের নানা শ্রেণির মানুষ শোকপ্রকাশ করেছেন। কিন্তু যে ব্রিটেনের অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছে আমাদের দেশ, যাদের কারণে এত এত বীরাঙ্গনা মায়ের কোল খালি হয়েছে সেই অত্যাচারের কথা ভুলে গিয়ে শোক প্রকাশ করায় অনেকেই ট্রোল হচ্ছেন।

৯৬ বছর বয়সে মারা গিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেসর তরফে রানির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসন সামলেছিলেন তিনি। জানা যাচ্ছে যে, গত অক্টোবর থেকেই তার স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করে এরপর বন্ধ হয়ে যায় হাঁটাচলা। অবশেষে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি।

তার মরদেহ ইংল্যান্ডে আসতেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে যান বহু মানুষ। বিষন্ন চোখে জল নিয়ে রানিকে বিদায় দেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তিকামনা করেছেন সারা বিশ্বের তারকারা। আর বঙ্গ ইন্ডাস্ট্রির নায়িকা শুভশ্রী গাঙ্গুলিও (Subhashree Ganguly) নিজেকে বিশ্বব্যাপী তারকা ভেবে ট্যুইট করতেই ব্যাপক ট্রোলড হলেন।

ইংল্যান্ডের রানির যৌবন সময়ের ছবি শেয়ার করেছেন তিনি। এদিকে সেটাই চোখে লেগেছে সাধারণ মানুষের। তারা লেখেন যে, ‘বোঝা যাচ্ছে মন থেকে দাসত্ব এখনও ঝেরে ফেলতে পারেননি’। শুভশ্রী যে এখনো ব্রিটিশ শাসিত আমলেই রয়েছেন সেটাও অনেকে মনে করেছেন। আবার এদিন তার সাথে কোহিনূর প্রসঙ্গ টেনে এক ব্যক্তি লিখলেন, ‘যদি মারা যাওয়ার আগে কোহিনূর ফেরত দিয়ে যেত তাও বুঝতাম আপনার এই পোস্টের গুরুত্ব আছে। সবাই যে কেন এত ন্যাকামো করছে, কে জানে!’

ব্রিটিশদের দিয়ে যাওয়া দগদগে ঘা এক্ষুনি ভুলছে না দেশবাসী। কিন্তু শুভশ্রী এত সহানুভূতি দেখিয়েছেন যে, আমজনতার চক্ষুশূল হয়েছেন তিনি। এমনিতেই একের পর এক সিনেমা বয়কট হচ্ছে তার, মানুষ এখন মুখ ফিরিয়ে নিয়েছেন শুভশ্রীর থেকে। আর শেষে এই পোস্ট দেখে জনতা আরো ক্ষেপে গিয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button