বর্তমানে অন্তঃসত্ত্বা টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের আগমন ঘটতে চলেছে রাজ-শুভশ্রীর ঘরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি দারুণ সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। সম্প্রতি এই টলিউডের পাওয়ার কপাল জানিয়েছিলেন তাদের ছেলে ইউভানের প্রমোশন হতে চলেছে আর সেই প্রোমোশন যে সে নয়, সে বড়দাদা হতে চলেছে। এরপর এই সোশ্যাল মিডিয়া জোরে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল। যদিও পূর্ণগর্ভ অবস্থাতেই চুটিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী শুভশ্রী, যে কারণে তাকে কুর্নিশও জানিয়েছে অনেকে। যদিও শুভেচ্ছা পাশাপাশি মিলেছে সমালোচনাও।
সাম্প্রতিক সময়ে তাকে প্রায়শই কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়। আর এই ছবি ও ভিডিও দেখে কেউ কেউ শুভেচ্ছা জানাচ্ছেন আবার কেউ কেউ এমনও আছেন যারা চরম ট্রোল করছেন অভিনেত্রীকে। যদিও কিছু ছবি ও ভিডিও দেখলে বোঝাই যাচ্ছে, অভিনেত্রীর প্রেগন্যান্সি গ্লো একদম ঠিকরে বেরিয়ে আসছে।
বর্তমানে তাকে জনপ্রিয় নন ফিকশন শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) ফ্লোরে দেখা যাচ্ছে। তিনি রয়েছেন বিচারকের ভূমিকায়। ডান্স বাংলা ডান্স ফ্লোর থেকে কিছু মজাদার ভিডিও শেয়ার করা হয়। যা সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ সহকারে দেখেন। আবার অনেকেই আছেন যারা বিচারকদের নিয়ে ট্রোলিং করতেও ছাড়েন না। ফলে এবারও তার ব্যতিক্রম ঘটল না।
এবার নেটিজেনদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী। বিশেষ অবস্থায় শুভশ্রীর একটি কাজ নিয়ে আপত্তি জানিয়েছেন তার ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটি ডান্স বাংলা ডান্সেরই। যেখানে শুভশ্রী পরেছিলেন স্লিভলেস শর্ট ফ্রকড্রেস, সাথে মানানসই হিল জুতো। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে ‘চুরাকে দিল মেরা…চুরাকে নিন্দ মেরা কাঁহা তু চলি’। আর গানের তালে তালে অঙ্কুশের (Ankush Hazra) সাথে কোমর দোলাচ্ছেন নায়িকা। অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম হিল পরে নাচ দেখে প্রশ্ন তুলেছে নেটনাগরিকরা। একজন লিখেছেন, ‘বেবিবাম্প ঢাকার প্রচেষ্টায় এমন অদ্ভুত প্রচেষ্টা।’ কেউ আবার একজন লিখেছেন, ওটা কি বৃষ্টির জন্য ছাতা পরে আছে..!
অন্য একজন নেটিজেন আবার লিখেছেন, শুভশ্রী আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী। এই প্রথম শুভশ্রীকে এতটা খারাপ লাগলো, শুধুমাত্র এই ড্রেসটার জন্য। একজন লিখেছেন, ব্যাঙ এর ছাতার মত ড্রেস টা ঠিক কোথায় পাওয়া যাবে ধর্মতলায় অন্য আর এক নেটিজেন লিখেছেন, বাচ্চাকালে আমি দুইতালা জামা পরেছি কিন্তু এরকম চারতলা জামা পরি নাই সুন্দর ।