চুমু খাওয়া নিয়ে ট্রোলিংয়ের শিকার! এবার মুখ খুলে নেটিজেনদের ধুয়ে দিলেন শুভশ্রী

সাম্প্রতিককালে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানুষেরা বেশ ট্রোলড হন। তাদের অতীত জীবন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য এবং কার্যের কারণে ট্রোল হতে থাকেন অভিনেতা অভিনেত্রীরা। তবে এর মধ্যে কয়েকজন নায়িকা ট্রোলিংয়ের তালিকায় নাম লিখিয়ে রেখেছেন যেন। তার মধ্যে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)।
ট্রোলের কারণে বারংবার শিরোনামে আসেন শুভশ্রী। অভিনয়ের থেকে বেশি তার বিভিন্ন বিতর্কিত কাজের জন্য সংবাদ শিরোনামে আসেন তিনি। আর এরই মধ্যে কয়েকদিন আগে লিপলক করে ব্যপক আলোচনায় আসেন তিনি। রাজ চক্রবর্তী এবং তার চুম্বনের দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
সেই ছবিকে কটাক্ষ করে অনেকে অনেক অনেকরকম মন্তব্য করতে শুরু করেন। কারো মতে, ‘সবটাই লোক দেখানো’, তো আরেকজনের বক্তব্য, ‘এ কেমন বিধায়ক’! যদিও এসব বিষয়কে পাত্তা দিতে নারাজ শুভশ্রী এবং রাজ। একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে এই নিয়ে।
আসলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করার একাধিক ছবি পোস্ট করার পর থেকেই বিস্তর বিতর্ক শুরু হয়। যদিও এবার নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, আমরা প্রতি মিনিটে একে-অপরকে চুমু খাই এবং এটা আমরা করে যাব।
ট্রোল অথবা সমালোচনা করলেও সেগুলোকে পাত্তা দেন না শুভশ্রী। তিনি জানান যে, এসবকে আর খুব একটা পাত্তা দেননি তিনি। শুভশ্রী বলেন, তিনি এই সবকিছুকে খুব ইতিবাচকভাবে দেখছেন।