মাধুরী-অনিলকে কপি করে কাজ হারাচ্ছেন অঙ্কুশ-শুভশ্রী! বিচারক বদলের জোরদার দাবি

এ বছর জি বাংলার (Zee Bangla) ড্যান্স বাংলা ড্যান্সের (Dance Bangla Dance) আসর বেশ ভালই জমেছে। আর জমবে নাই বা কেন, বহু বছর পর মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ফিরে এসেছেন যে। TRP তালিকায় প্রথম স্থান অধিকার করেছে নন ফিকশন শোটি। সোশ্যাল মিডিয়াতেও শোটির জনপ্রিয়তার ছাপ স্পষ্ট। কিন্তু কটাক্ষও চলেছে সমানতালে।
শনিবার দিন চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে শো এর সঞ্চালক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং বিচারকের আসনে বসা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) একত্রে নাচ করছেন। আর দুজনের সেই নাচ যে দর্শকদের মোটেই মনঃপুত হয়নি তা সোশ্যাল মিডিয়াতে শুরু হওয়া ট্রোল থেকে স্পষ্ট।
View this post on Instagram
দাবী উঠছে বিচারক বদলের। দুজনকে কার্টুন বলতেও ছাড়েননি অনেকে। এই যেমন একজন ব্যাবহারকারী লিখেছেন, ‘এত বড় একটা রিয়েলিটি শো। সেখানে বিচারকই এরকম বাজে নাচ করছে। এরা প্রতিযোগীদের কী শেখাবে। অবিলম্বে বিচারকের আসনে যোগ্য কাউকে নিয়ে আসা হোক।’ আরেকজনের বক্তব্য, ‘দুজনকেই কার্টুন লাগছে’।
এমনকি একজন তো সোজাসুজি এই বলে দিলেন যে, ‘মুখগুলো এমন যে কেন করতে থাকে কে জানে! একটু নাচ শিখে এসে বসতে পারে তো বিচারকের আসনে।’ তবে এবার শুভশ্রীর ভক্তরাও তৈরি উত্তর দিতে। তারা উত্তর দেন সমস্ত কটাক্ষের। তারাও ছেড়ে কথা বলার পাত্র নন মোটেই।
শুভশ্রীর এক ভক্ত বলেন, ‘এসে গেল সব শুভদির নিন্দে করতে। বোঝেও না কোনও প্র্যাকটিস ছাড়াই যা নাচ করছে সেটা এরা জন্মেও পারবে না। শুধু সমালোচনা করা চাই!’ যদিও অনেকে বিচারকের আসনে উপস্থিত শুভশ্রী, শ্রাবন্তী ও মৌনি রায়ের নাচ নিয়ে দক্ষতা সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলেছেন।