বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেও মেলেনি যোগ্য সম্মান। বর্তমান সময়ে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন একদা জনপ্রিয় অভিনেত্রী। তিনি কাজ করেছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) থেকে শুরু করে চিরঞ্জিত (Chiranjeet), তাপস পালের (Tapas Paul) সঙ্গেও। যদিও মেলেনি যোগ্য সম্মান। আজ এই প্রতিবেদনে কথা হচ্ছে ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta)। একের পর এক সুপারহিট সিনেমা তাঁর ঝুলিতে রয়েছে। ৯০-এর দশকে বহু অভিনেত্রীকে টেক্কা দিতে যথেষ্ট ছিল তাঁর রূপ। কিন্তু কালের নিয়মে ইন্ডাস্ট্রি যেন তাঁকে একপ্রকার কোণঠাসা করে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনি যেন বাংলা চলচ্চিত্র দুনিয়া থেকে হারিয়ে গেলেন।
বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর মেয়েকেও বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে (Web Series) অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর মেয়ের নাম হল রাজনন্দিনী (Rajnandini Paul)। যাইহোক, এবার মূল বিষয়ে ফেরা যাক। ৯০-এর দশকে খুব অল্প সময়ের মধ্যেই নাম করে ফেলেন ইন্দ্রাণী। কিন্তু যেভাবে তিনি উঠেছিলেন, সেভাবেই খুব তাড়াতাড়ি হারিয়েও গিয়েছিলেন।
সিনেমা থেকে হারিয়ে তিনি বর্তমানে একটি নাচের স্কুল খুলেছেন। সেখানে সকলকে নাচ সেখান অভিনেত্রী। লকডাউনের সময় থেকেই নিজের এই বিশেষ পেশাটি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘জীবন সাথী’-তে দেখা গিয়েছিল। এছাড়া শিবপ্রসাদ ও নন্দিতার জুটি ‘বেলাশেষে-তে দেখা গিয়েছিল ইন্দ্রাণী দত্তকে।
যদিও একটা প্রশ্ন থেকেই যায়, ৯০-এর দশকে হঠাৎ কী করে তিনি হারিয়ে গেলেন? এই বিষয়ে অভিনেত্রী জানান, ‘অভিনয় জগত থেকে দূরে থাকলেও তিনি অভিনয়টাকে আজও মিস করেন। তবে কেরিয়ারের ডাউনফলের জন্য তার বিয়েটাও একটা কারণ বটে। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে তো সকলে আমাকে চেনে। তাহলে আলাদা করে কাজ চাইতে যাব কেন? আমাকে কাজে দাও বলার মধ্যে কিছু খারাপ নেই কিন্তু আমার অস্বস্তি হয়। তাছাড়া কোথাও একটা অভিমান তৈরি হয়েছিল।‘