ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই খুলুন অ্যাকাউন্ট, গ্রাহকদের জন্য দারুণ পরিষেবা চালু করল SBI

দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক (State Bank of India) এবার দেশের মানুষের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার। দেশের ক্রমবর্ধমান ডিজিটাইজেশনের সাথে SBI তাদের ব্যাংকিং পরিষেবাকে ডিজিটাইজড করার চেষ্টা করছে। আর সেই কারণে SBI তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাড়িতে বসেই সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা।
এবার SBI এর YONO অ্যাপের সাহায্যেই বাড়িতে বসে নিজের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আসলে এখন ডিজিটাইজেশনের যুগ, পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আর ব্যাংকে যাওয়ার সময় নেই। এমন পরিস্থিতিতে আপনি ঘরে বসেই SBI এর সমস্ত পরিষেবাগুলির সুবিধা নিতে পারেন। এমনকি SBI এর এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনাকে কোনও কাগজপত্রও জমা করতে হবে না।
সম্প্রতি SBI নিজেরাই ট্যুইট করে জানায় যে, এবার গ্রাহকরা বাড়িতে বসেই YONO SBI অ্যাপ ডাউনলোড করে যেকোনো সময় ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট শুরু করতে পারেন। আর সেইজন্য স্থানীয় শাখায় যাওয়ারও দরকার নেই। এমনকি এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনাকে কোনো ধরনের কাগজেরও দরকার পড়বে না। তবে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও কেওয়াইসি করা হয়।
কীভাবে এই অ্যাকাউন্ট খুলবেন আপনি :
১) YONO-এর মাধ্যমে একটি ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, প্রথমে আপনাকে YONO অ্যাপ এ রেজিষ্টার করতে হবে। এর পর Apply Now অপশনটি সিলেক্ট করতে হবে।
২) এরপর eKYC করতে, আপনি আপনার মোবাইল, ইমেল আইডি এবং আধার নম্বর নির্বাচন করুন।
৩) ওপরের কাজ সম্পন্ন হলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি ওখানে দাখিল করুন।
৪) সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে নিজের প্যান কার্ড এর ডিটেলস এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণ দিন।
৫) সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি নিজের ডিজিট্যাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।